নতুন একাডেমি করছে বাফুফে, যুক্ত হলেন অভিনেতা জাহিদ হাসান

বাফুফের নতুন ফুটবল একাডেমির দূত হয়েছেন অভিনেতা জাহিদ হাসানছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। বাফুফের নতুন ফুটবল একাডেমির দূত হিসেবে কাজ করবেন তিনি। আগামী ১৬ সেপ্টেম্বর ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে চালু হতে যাচ্ছে বাফুফের এই অনাবাসিক ফুটবল একাডেমি।

আজ বুধবার বাফুফে ভবনে আয়োজিত এক সম্মেলনে এই একাডেমির বিভিন্ন দিক তুলে ধরেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া। বাফুফের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি জাহিদ হাসান, ‘দেশের ফুটবলের র‍্যাঙ্কিং পড়ে গেছে। অনেক সমস্যা শুনি। বাফুফে ভালো একটা উদ্যোগ নিয়েছে। দেখি না সঙ্গে থেকে কী হয়! নিজের বিবেকের কাছে তো পরিষ্কার থাকতে পারব! আমার মাধ্যমে যদি কেউ ফুটবলে আগ্রহী হয়, ভালো ফুটবলার হতে পারে, সেটিই আমার সার্থকতা।’

নিজের ফুটবলচর্চার স্মৃতিচারণও করেছেন এ অভিনেতা। সেই সঙ্গে এ প্রজন্মের শিশুদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি, ‘আমি মফস্‌সলের ছেলে। মফস্‌সল থেকে উঠে আসা ছেলেরা ফুটবল খেলেনি, এমনটা হতেই পারে না। আমরা সবাই কমবেশি ফুটবল খেলেছি। শিশুদের একটা খেলার পরিবেশ দেওয়া খুব জরুরি। খেলার চর্চা থাকলে অনেক খারাপ কাজ থেকে তারা দূরে থাকবে। খেলাধুলার চর্চাটা থাকলে খেলোয়াড় উঠে আসবে। আমি সিরাজগঞ্জে বড় হয়েছি। সেখানে বিভিন্ন মিল–কারখানা ছিল, খেলার পরিবেশ ছিল। এখন সেটি নেই। খেলাটা থাকলে তারকা বেরিয়ে আসবে।’

ভালো খেলোয়াড় খুঁজে পেতে একাডেমি চালু করেছে বাফুফে
ছবি: সংগৃহীত

বাফুফের এই নতুন অনাবাসিক একাডেমিতে মাসিক বেতনের ভিত্তিতে ফুটবলে আগ্রহী শিশু–কিশোরেরা ভর্তি হতে পারবে। দুটি গ্রুপে ফেডারেশনের কোচরা এখানে প্রশিক্ষণ দেবেন। গ্রুপ দুটি হচ্ছে ৮ থেকে ১১ এবং ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর। প্রতি গ্রুপে ৪০ জন নিয়ে সর্বোচ্চ ৮০ জন শিশু-কিশোরকে নিয়ে চলবে এই একাডেমি। প্রশিক্ষণ কার্যক্রম চলবে মতিঝিলের বাফুফে টার্ফ ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

শুক্রবার সকালে এবং শনিবার ও বৃহস্পতিবার বিকেলে চলবে একাডেমির ছাত্রদের অনুশীলন। ভর্তি ফরম ছাড়া হয়েছে আজ (৩০ আগস্ট থেকে)। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বাফুফে ভবনে পাওয়া যাবে এই ফর্ম। ফর্মের মূল্য দুই হাজার টাকা। একাডেমির মাসিক বেতন ঠিক করা হয়েছে তিন হাজার টাকা।

বাফুফে একাডেমির ভর্তি ফর্ম কেনা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
ছবি: সংগৃহীত

একাডেমির ভর্তি ও মাসিক বেতন সাধারণ পরিবারগুলোর জন্য চাপ হয়ে যাবে কি না, এমন প্রশ্ন অবশ্য উঠছে। জাহিদ হাসান ব্যাপারটি অস্বীকার করেননি, ‘এটা ঠিক যে সাধারণ পরিবারগুলোর জন্য টাকাটা একটু হয়তো বেশি। তবে একাডেমির মান ধরে রাখার জন্য টাকাটা ঠিক করেছে বাফুফে কর্তৃপক্ষ। এমনভাবে বেতন ধরা হয়েছে যেন খরচটা উঠে আসে। তবে আমি বাফুফেকে বলব, যেহেতু প্রতিভাবান খেলোয়াড় সাধারণ পরিবারগুলো থেকেই বেশি উঠে আসে, তাই ভবিষ্যতে বেতন কমানো যায় কি না!’

আরও পড়ুন

বাফুফে সহসভাপতি ও ফুটবল ডেভেলপমেন্ট কমিটির প্রধান আতাউর রহমান মানিক জানিয়েছেন, দেশের ফুটবলের উন্নতি ও ভালো কিছু খেলোয়াড় খুঁজে পাওয়া যায় কি না, এই একাডেমির উদ্দেশ্য সেটিই, ‘অনেক শিশু–কিশোরই ফুটবলে দারুণ আগ্রহী। কিন্তু খেলার সুযোগ পায় না। এই একাডেমি তাই সবার জন্য উন্মুক্ত।’

আরও পড়ুন