রোনালদিনিওর পর আদ্রিয়ানোর ছেলে এবার পেশাদার ফুটবলে

চুক্তিতে স্বাক্ষর করছে আদ্রিয়ানো পুত্র আদ্রিনানহোছবি: ইনস্টাগ্রাম

কয় দিন আগেই পেশাদার ফুটবলার হিসেবে নাম লিখিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও ছেলে। সে পথ ধরে এবার আরও একজন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলারের ছেলে এসেছেন পেশাদার ফুটবলের মঞ্চে। যাঁর ছেলেকে এত কথা হচ্ছে, সেই তিনি হলেন ব্রাজিল জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও ইতালিয়ান ফুটবলে ‘সম্রাট’ নামে খ্যাত আদ্রিয়ানো।

সাবেক এ ‘সেলেসা’ও ফুটবলারের ১৬ বছর বয়সী ছেলে আদ্রিনানহো কারভালহো নিজের প্রথম পেশাদার ফুটবলের চুক্তি স্বাক্ষর করেছেন। ব্রাজিলিয়ান ক্লাব সেরানোর সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।

আরও পড়ুন

পেত্রোপলিস ভিত্তিক ক্লাবটিতে আদ্রিনানহো জুনিয়র আসেন ২০২২ সালের শুরুর দিকে। এর আগে উদীয়মান এই ফুটবলার বোয়াভিস্তা এবং গ্রেমিওর বয়সভিত্তিক দলেও খেলেছেন। ২০২১ সালে ১৪ বছর বয়সে গ্রেমিওর যুবদলে যোগ দিয়েই সংবাদের শিরোনামও হয়েছিলেন আদ্রিনানহো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যাচ্ছে আদ্রিয়ানোসহ অন্যদের
ছবি: ইনস্টাগ্রাম

আর সেরানোর জার্সিতে বয়সভিত্তিক পর্যায়ে মাঠে নেমে ২৭ ম্যাচে ২০ গোল করেছেন আদ্রিনানহো। এর মধ্যে অনূর্ধ–১৭–এর একটি প্রতিযোগিতায় দলকে রানার্সআপ করার পথে ১৪ ম্যাচে ১১ গোল করে সবার নজর কেড়েছেন আদ্রিয়ানো পুত্র।

বয়সভিত্তিক ফুটবল এবং যুব একাডেমির সীমা পেরিয়ে এখন পেশাদার ফুটবলে প্রবেশ করতে যাচ্ছেন আদ্রিনানহো। নতুন চুক্তিটি সম্পন্ন করার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এই মুহূর্ত স্বপ্নপূরণকে প্রতিনিধিত্ব করে। যেভাবে এই ক্লাবে আমাকে স্বাগত জানানো হয়েছিল এবং খেলোয়াড় ও মানুষ হিসেবে আমার যে বিকাশ সেটি সেরানোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলেই হয়েছে।’

আরও পড়ুন

কয় দিন আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিওর ছেলে জোয়াও মেন্দেস দা আসিস মোরেইরাও বাবার পথ ধরে বার্সেলোনায় যোগ দেন। এবার সেই একই পথে হাঁটলেন আদ্রিনানহোও। এদিকে আদ্রিনানহোর সঙ্গে অবশ্য এখন থেকেই তাঁর বাবা আদ্রিয়ানোর সঙ্গে তুলনা শুরু হয়েছে।

আরও পড়ুন

শারীরিক গড়নের দিক থেকে দুজনই অনেকটা একই রকম। বাবার মতো আদ্রিনানহোও বাঁ পায়ে অধিক কার্যকর এবং গোল করায় সিদ্ধহস্ত। আদ্রিয়ানো ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে (২০০০–১০) ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচ গোল করেছেন ২৭টি। এ ছাড়া নিজের ক্যারিয়ারে ইন্টার মিলান এবং এএস রোমার মতো ক্লাবে।