চ্যাম্পিয়ন ৫ ক্লাব, অনন্য চেলসি, ইউরোপে ৯ ক্লাব—এমন কিছু আগে দেখেনি ইংলিশ ফুটবল

ইউরোপের পাঁচটি বড় ট্রফির প্রতিটিই জেতা প্রথম ও একমাত্র ক্লাব চেলসিরয়টার্স

ইউরোপীয় মঞ্চ রাঙিয়ে দারুণভাবে মৌসুম শেষ করল দুই ইংলিশ ক্লাব চেলসি ও টটেনহাম হটস্পার। বুধবার রাতে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে চেলসি। আর এক সপ্তাহ আগেই ইউরোপা লিগের ফাইনালে শিরোপা জিতেছে টটেনহাম।

কনফারেন্স লিগ জিতে নিজেদের নতুন এক উচ্চতায় তুলেছে চেলসি। ইউরোপের পাঁচটি প্রধান ট্রফির প্রতিটিতেই এখন নাম রয়েছে লন্ডনের ক্লাবটির। কনফারেন্স লিগ জয়ের আগে চেলসি দুবার চ্যাম্পিয়নস লিগ (২০১১-১২ ও ২০২০-২১), দুবার ইউরোপা লিগ (২০১২-১৩ ও ২০১৮-১৯), দুবার উয়েফা সুপার কাপ (১৯৯৮ ও ২০২১) ও দুবার কাপ উইনার্স কাপ (১৯৭০-৭১ ও ১৯৯৭-৯৮) জিতেছে। এখন ইউরোপের পাঁচটি বড় ট্রফির প্রতিটিই জেতা প্রথম ও একমাত্র ক্লাব চেলসি। অন্যদিকে টটেনহামের জন্য এবারের ইউরোপা লিগ ২০০৮ সালের পর প্রথম কোনো বড় শিরোপা।

এক মৌসুমে দুইটি ইংলিশ ক্লাবের ইউরোপীয় ট্রফি জয় খুব বিরল কিছু নয়। দুই বছর আগেই ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হাম ইউরোপে চ্যাম্পিয়ন হয়েছিল, ২০১৯ সালেও লিভারপুল ও চেলসি একই কীর্তি গড়েছিল।

এবার ইংল্যান্ডের পাঁচটি ক্লাব পাঁচটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে
রয়টার্স

তবে এবারই প্রথমবারের মতো এক মৌসুমে পাঁচটি ভিন্ন ইংলিশ ক্লাব বড় কোনো শিরোপা জিতেছে। চেলসির কনফারেন্স লিগ ও টটেনহাম ইউরোপা লিগ জয়ের আগে এ মৌসুমেই লিভারপুল (প্রিমিয়ার লিগ), ক্রিস্টাল প্যালেস (এফএ কাপ) ও নিউক্যাসল ইউনাইটেড (লিগ কাপ)।

আরও পড়ুন

ইউরোপে ইংলিশ ক্লাবদের মিছিল

ইউরোপা লিগজয়ী হিসেবে চ্যাম্পিয়নস লিগে উঠেছে টটেনহাম। লিগে চতুর্থ হওয়ায় চেলসিও জায়গা করে নিয়েছে ইউরোপ–সেরা প্রতিযোগিতায়। চ্যাম্পিয়নস লিগে তাদের সঙ্গী প্রিমিয়ার লিগজয়ী লিভারপুল, রানার্সআপ আর্সেনাল, তৃতীয় ম্যানচেস্টার সিটি এবং পঞ্চম নিউক্যাসল ইউনাইটেড।

টটেনহাম জিতেছে ইউরোপা লিগ
এএফপি

শেষ দিনের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে যেতে পারেনি অ্যাস্টন ভিলা। তবে ষষ্ঠ হয়ে তারা জায়গা করে নিয়েছে ইউরোপা লিগে। যেখানে তাদের সঙ্গী এফএ কাপজয়ী ক্রিস্টাল প্যালেস।

সপ্তম হয়ে ইউরোপে ফিরেছে নটিংহাম ফরেস্ট। ১৯৯৫-৯৬ মৌসুমের পর প্রথমবার ইউরোপে যাওয়া নটিংহাম খেলবে কনফারেন্স লিগে।

আরও পড়ুন