ক্লপ-যুগের হাজার গোল, ধাক্কা সামলে অপরাজিতই লেভারকুসেন

স্পার্তার বিপক্ষে জোড়া গোল করেন দারউইন নুনিয়েজএএফপি

নয় মৌসুমের বর্ণাঢ্য লিভারপুল–ক্যারিয়ারে সম্ভাব্য ট্রফিগুলোর একটাই শুধু জেতা হয়নি ইয়ুর্গেন ক্লপের—ইউরোপা লিগ। মৌসুম শেষে অ্যানফিল্ড থেকে বিদায় নিতে যাওয়া এই জার্মান কোচ এবার সে পথে এগিয়ে চলেছেন। কাল ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫–১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে লিভারপুল।

বড় এই জয়ের পথে ক্লপ–যুগের এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছে লিভারপুল। প্রিমিয়ার লিগের বর্তমান কোচদের মধ্যে এই কীর্তি আছে শুধু ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলার।

প্রাহার লেতনা স্টেডিয়ামে লিভারপুলকে ৬ মিনিটেই পেনাল্টি গোলে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক–অ্যালিস্টার। ২৫ মিনিটে দূর থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন দারউইন নুনিয়েজ। উরুগুইয়ান ফরোয়ার্ডের গোলটি ক্লপ–যুগে লিভারপুলের এক হাজারতম। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টার তথ্য বলছে, হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে ক্লপের দল সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছে ৪৭৬ ম্যাচ। গত বছরের মার্চে গার্দিওলার অধীনে সিটি এক হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করেছিল ৪০৪ ম্যাচে।

শেষ ষোলো প্রথম লেগের বড় জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে লিভারপুল
এএফপি

স্পার্তার বিপক্ষে ম্যাচে লিভারপুল তৃতীয় গোলটিও পায় নুনিয়েজের কাছ থেকে, বিরতির আগেই। রোববার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচ সামনে রেখে শুরুর একাদশে মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক আর দমিনিক সোবোসলাইদের নামাননি ক্লপ। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমেছেন সবাই। সালাহ একবার বলও জালে জড়িয়েছেন। কিন্তু অফসাইডে সেটা বাতিল হয়ে যায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করেন সোবোসলাই। এর আগে ৫৩ মিনিটে লিভারপুলের চতুর্থ গোলটি করেন লুইস দিয়াজ।

আরও পড়ুন

ম্যাচের স্কোরলাইনে স্পার্তার নামের পাশে যে গোলটি, সেটিও লিভারপুলেরই! ৪৬তম মিনিটে আত্মঘাতী গোল করেছিলেন এক মিনিট আগে বদলি হিসেবে নামা কনর ব্রাডলি।

এদিকে লিভারপুলের মতো বড় জয় তুলেছে রোমা, মার্শেই আর এসি মিলানও। রোমা নিজেদের মাঠে ব্রাইটনকে হারিয়েছে ৪–০ ব্যবধানে। একই ব্যবধানে স্পেনের ভিয়ারিয়ালকে হারায় ফ্রান্সের মার্শেই। আর স্লাভিয়া প্রাহার বিপক্ষে এসি মিলান জেতে ৪–২ ব্যবধানে।

যোগ করা সময়ে প্যাট্রিক শিকের গোলে সমতায় ফেরে লেভারকুসেন
এএফপি

তবে বুন্দেসলিগায় শিরোপা–দৌড়ে এগিয়ে থাকা লেভারকুসেন জয় পায়নি। আজারবাইজানে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধেই ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে জাভি আলোনসোর দল। ৭০ মিনিটে ফ্লোরিয়ান উইজ আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্যাট্রিক শিক গোল করে সমতা ফেরান। দুজনই ছিলেন বদলি খেলোয়াড়। ২–২ গোলে সমতা নিয়ে ফিরে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে আরও এক ম্যাচ টিকে রইল লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান দলটি এখন টানা ৩৪ ম্যাচে অপরাজিত।

আরও পড়ুন