সৌদির মরু–ঝড়ে কাত মেসিরা

লুসাইলে আজ মরু–ঝড়ই উঠল। সৌদি আরবের এই ঝড়ে কাতারের এই মাঠে ধরাশায়ী লিওনেল মেসির আর্জেন্টিনা। অবিশ্বাস্য এক হারে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয় রাউন্ড–যাত্রাই পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে। এ ম্যাচে দুই দলের আবেগের যে দৃশ্যপট আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছে, সেগুলোই দেখুন আজকের ছবির গল্পে—
১ / ১০
ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের গ্যালারি। এই আনন্দ–উল্লাস ৯০ মিনিট পরেই পরিণত হয়েছে নিদারুণ হতাশায়।
ছবি: রয়টার্স
২ / ১০
আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ–উল্লাস কিংবা দুঃখগাথায় ডিয়েগো ম্যারাডোনা আছেনই।
ছবি: রয়টার্স
৩ / ১০
সৌদি আরবের সমর্থকদের জন্যও তো এই জয় অভাবনীয়। ম্যাচ শুরুর আগের এই উল্লাস শেষে গিয়ে কতটা আবেগ ছড়িয়েছে, সেটি বোঝাই যায়।
ছবি: রয়টার্স
৪ / ১০
বিশ্বকে স্তব্ধ করে দেওয়া এক জয়। সৌদি আরবের দুই ফুটবলার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় সেজদা দিলেন মাঠের মধ্যেই।
ছবি: রয়টার্স
৫ / ১০
হতাশ মেসি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতার এসে প্রথম ম্যাচেই মেসি খেলেন বড় ধাক্কা।
ছবি: রয়টার্স
৬ / ১০
দ্বিতীয় গোলের পর সালেম আল দাওসারিকে ঘিরে সৌদি খেলোয়াড়দের উল্লাস যেন বাঁধ ভাঙল।
ছবি: রয়টার্স
৭ / ১০
সৌদি আরবের দ্বিতীয় গোলটি করে সালেম আল দাওসারির উল্লাস প্রকাশ।
ছবি: রয়টার্স
৮ / ১০
আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ঠেকাতে পারেননি আর্জেন্টিনার বিপর্যয়
ছবি: রয়টার্স
৯ / ১০
সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ মেসিদের সামনে আজ ছিলেন অপ্রতিরোধ্য।
১০ / ১০
এই হার সহ্য করার মতো নয় আর্জেন্টিনা সমর্থকদের জন্য।
ছবি: রয়টার্স