মারাকানার গ্যালারিতে দাঙ্গা, দেরিতে শুরু ব্রাজিল–আর্জেন্টিনার সুপার ক্লাসিকো

উত্তপ্ত মারাকানার গ্যালারিএএফপি

অবিশ্বাস্য দৃশ্যই দেখা গেল মারাকানায়। গ্যালারিতে দর্শকদের দাঙ্গায় নির্ধারিত সময়ে শুরু হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই ম্যাচের লাইভ বিবরণীতে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর ধারাভাষ্যের বরাত দিয়ে জানিয়েছে, ‘আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দেওয়ায় ঝামেলার শুরু হয়। আর্জেন্টিনা দল এবং মার্কিনিওস দর্শকদের শান্ত করার চেষ্টা করছিলেন। এরপর মেসির সঙ্গে (আর্জেন্টিনা) দলের বাকিরা মাঠ ছেড়ে চলে যান।’

মারাকানার এক অংশে লাঠিপেটা করেছে পুলিশ। ইএসপিএনের দক্ষিণ আমেরিকান ফুটবল প্রতিবেদক টিম ভিকেরি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করেন, ‘মারাকানায় অবিশ্বাস্য দৃশ্য। ব্রাজিলের জাতীয় সংগীতের সময় পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আর্জেন্টিনার খেলোয়াড়েরা মাঠ ছেড়েছেন।’

আরও পড়ুন

ম্যাচের সরাসরি ভিডিওতে দেখা গেছে, শক্ত মুখে মাঠ ছাড়ছেন মেসি। গ্যালারিতে তখন পুলিশের সঙ্গে দাঙ্গা চলছিল সমর্থকদের। পুলিশকে তাক করে গ্যালারির চেয়ার ছুড়ে মারতে দেখা গেছে দর্শকদের। ব্রাজিলের খেলোয়াড়েরা এ সময় মাঠে দাঁড়িয়ে ছিলেন। অফিশিয়ালরাও মাঠে ছিলেন।

হলুদ কার্ড দেখেছেন জেসুস
এএফপি

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। আর্জেন্টিনা দল মাঠে ফেরায় প্রায় আধ ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। ম্যাচ শুরুর আগের উত্তাপ দেখা যায় ম্যাচ শুরুর পরও। ১৫ মিনিট পেরোনোর আগেই হলুদ কার্ড দেখেন দুই ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনিয়া।