২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চেলসি ছাড়লেন পচেত্তিনো

মরিসিও পচেত্তিনোরয়টার্স

মাত্র এক মৌসুম কোচের দায়িত্ব পালনের পরই পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসি ছেড়েছেন মরিসিও পচেত্তিনো। গতকাল এই খবর জানিয়েছে ইংলিশ ক্লাবটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান নিয়ে এবারের মৌসুম শেষ করেছে চেলসি। লিগে চেলসি নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচেই জিতেছে। তবে চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি, জেতা হয়নি একটি ট্রফিও। পচেত্তিনোর কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে চেলসির বিবৃতিতে বলা হয়, ‘চেলসি নিশ্চিত করছে, ক্লাব এবং মরিসিও পচেত্তিনো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছিন্ন হয়েছে।’

আমেরিকান ধনকুবের টড বোয়েলি ও ব্যক্তিগত ইকুইটি প্রতিষ্ঠান ক্লিয়ারলেক ক্যাপিটালের মালিকানায় মাত্র দুই বছরের মধ্যে নতুন খেলোয়াড় কেনায় ১০০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে চেলসি। বেশির ভাগ অর্থ খরচ করা হয় উঠতি তরুণ খেলোয়াড়দের পেছনে। পচেত্তিনো তখন বলেছিলেন, দলে অভিজ্ঞতার অভাব আছে এবং ক্রমাগত চোটে ধারাবাহিকভাবে ভালো খেলা সম্ভব হচ্ছে না।

লিগ কাপ ফাইনালে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। এফএ কাপ সেমিফাইনালে একই ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। তবে লিগে নিজেদের সর্বশেষ ৫ ম্যাচ জিতে চেলসি ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করেছে। ২৫ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে সিটির কাছে ম্যানচেস্টার ইউনাইটেড হারলে ইউরোপে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা লিগে জায়গা করে নেবে চেলসি। কিন্তু ইউনাইটেড এফএ কাপ জিতলে চেলসিকে খেলতে হবে কনফারেন্স লিগ।

চেলসি থেকে বিদায়বেলায় পচেত্তিনো বলেছেন, ‘এই ফুটবল ক্লাবের ইতিহাসের অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য চেলসির মালিকানা গ্রুপ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ। ইউরোপে ও প্রিমিয়ার লিগে আগামী বছরগুলোয় এগিয়ে যেতে ক্লাব এখন ভালো অবস্থানে রয়েছে।’ চেলসির ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইনস্ট্যানলি বলেছেন, ‘এই মৌসুমের পারফরম্যান্সের জন্য চেলসির সবার পক্ষ থেকে আমরা মরিসিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আরও পড়ুন

বোয়েলি চেলসির মালিকানা বুঝে নেওয়ার পর এ দুই বছরে চারজন কোচ পাল্টাল ইংলিশ ক্লাবটি। টমাস টুখেল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও গ্রাহাম পটারের পর এবার পচেত্তিনোও বিদায় নিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, মৌসুমের পারফরম্যান্সের পর্যালোচনা করতে দুই ক্রীড়া পরিচালক স্টুয়ার্ট ও উইনস্ট্যানলিকে নিয়ে গত শুক্রবার চেলসির সহমালিক বোয়েলির সঙ্গে ডিনারে বসেছিলেন পচেত্তিনো। এরপরই আর্জেন্টাইন কোচের বিদায় নিশ্চিত হয়।

৫২ বছর বয়সী পচেত্তিনো গত বছর জুলাইয়ে দুই বছর মেয়াদে চেলসি কোচের দায়িত্ব নেন। ২০২২-২৩ মৌসুমে ১২তম স্থান নিয়ে লিগ শেষ করা ক্লাবটিকে পথে ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে সে জন্য টাকাও ঢালতে হয়েছে। ১১ কোটি ৫০ লাখ পাউন্ডে ময়েজেস কাইসেদোকে কিনে ভেঙেছেন ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড। তবে লিগে এবারের মৌসুমে চেলসির শুরুটা ভালো ছিল না। নিজেদের প্রথম ১০ ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে জিতেছিল চেলসি। কিন্তু মৌসুমের দ্বিতীয় ভাগে এসে ঘুরে দাঁড়ায় ক্লাবটি। এ সময় শুধু সিটি, আর্সেনাল ও লিভারপুলই চেলসির চেয়ে বেশি পয়েন্ট তুলে নিতে পেরেছে।

আরও পড়ুন

সংবাদমাধ্যম জানিয়েছে, চেলসির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে বিবেচনায় আছেন একাধিক ব্যক্তি—স্টুটগার্টের কোচের সেবাস্তিয়ান হোয়েনেস, জিরোনার কোচ মাইকেল, ইপসউইচ টাউনের কিয়েরন ম্যাককেনা ও লেস্টার সিটির কোচ এনজো মারেসকা।

পচেত্তিনোর পরবর্তী গন্তব্য কোথায়
এএফপি

পচেত্তিনো ২০০৯ সালে এসপানিওলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। সেখান থেকে সাউদাম্পটন ঘুরে ২০১৪ সালে যোগ দেন টটেনহাম হটস্পারে। পাঁচ বছরের মধ্যে ক্লাবটিকে লিগ টেবিলে নিয়মিত শীর্ষ দলগুলোর মধ্যে রেখেছেন পচেত্তিনো, ২০১৯ সালে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। ২০১৯ সালে টটেনহাম থেকে ছাঁটাই হওয়ার দুই বছর পর পিএসজি কোচের দায়িত্ব নেন পচেত্তিনো। ফরাসি ক্লাবটিতে ১৮ মাসের ব্যবধানে লিগ আঁ ও ফ্রেঞ্চ কাপ জেতেন। ২০২২ সালের জুলাইয়ে পিএসজির সঙ্গে সম্পর্ক চুকে যায় পচেত্তিনোর।