মিয়ানমারের ক্লাবকে ভিসা দিল না অস্ট্রেলিয়া

অনুশীলনে শান ইউনাইটেডের খেলোয়াড়েরাইনস্টাগ্রাম

মিয়ানমারের ক্লাবকে ভিসা দিল না অস্ট্রেলিয়া। ভিসা না পাওয়ার কারণে এএফসি কাপে মিয়ানমারের শান ইউনাইটেড ও অস্ট্রেলিয়ার ম্যাকআর্থার ক্লাবের ম্যাচটি সিডনি থেকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। খেলাটি আগামী বৃহস্পতিবার হওয়ার কথা।

ফুটবল অস্ট্রেলিয়ার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ম্যাচটি অস্ট্রেলিয়ার মাটিতে খেলার কোনো সুযোগ নেই। অস্ট্রেলীয় সরকার মিয়ানমারের এই ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। খেলাটি ব্যাংককের বিজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মিয়ানমারের ক্লাবটিকে কেন ভিসা দেওয়া হয়নি সে ব্যাপারে ফুটবল অস্ট্রেলিয়া স্পষ্ট করে কিছু বলেনি। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনকারী সামরিক জান্তা সরকারের সঙ্গে শান ইউনাইটেডের ঘনিষ্ঠতার বিষয়ে প্রশ্ন তুলেছিল। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পুরো বিষয়টি সম্পর্কে এএফপি জানতে চাইলেও তারা কিছু বলেনি।

ম্যাকআর্থার ক্লাব অক্টোবরে সরকারি নির্দেশনা অমান্য করে মিয়ানমারে খেলতে গিয়েছিল। এতে অস্ট্রেলিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে ক্লাবটি।

আরও পড়ুন

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নৃশংস দমন-পীড়নের অভিযোগ আছে। মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারে রোহিঙ্গারা ব্যাপকহারে বাংলাদেশসহ কয়েকটি দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

সম্প্রতি চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে মাসখানেক সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা সেনাদের ওপর বিভিন্ন এলাকায় প্রায়ই হামলা চালাচ্ছেন।