নৌবিহারে আড্ডা দিয়ে কত আয় করলেন নেইমার

নিজের প্রমোদতরি নিয়ে গভীর সমুদ্রে ঘুরে বেরিয়েছেন নেইমারছবি : নেইমারের সমুদ্র ভ্রমণ পরিষেবা ‘নেই এম আলতো মার’–এর ইনস্টাগ্রাম থেকে

নেইমারের মতো জীবন আর কয়জনের আছে?

না, নেইমারের চোটজর্জর জীবনের কথা বলা হচ্ছে না। আলোচনা হচ্ছে তাঁর আমুদে জীবন নিয়ে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও দুঃখবোধ তাঁকে ঠিক কতটা ছুঁয়েছে? এ প্রশ্ন কিন্তু অনেকেরই। চুক্তি অনুযায়ী যে নেইমারকে ঘুরে বেড়ানোর টাকাও দিচ্ছে সৌদি ক্লাব আল হিলাল! আবার নৌবিহারে ঘুরতে গিয়ে যাত্রীদের সঙ্গে আড্ডা দিয়েও আয় করছেন কোটি কোটি টাকা।

গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। তখন থেকেই তিনি মাঠের বাইরে। নভেম্বরে হাঁটুর অস্ত্রোপচার করানোর পর পুনর্বাসন চলছে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের। পুরোপুরি সেরে উঠতে আরও অন্তত ৮ মাস লাগবে। আল হিলালের হয়ে এ মৌসুম তো বটেই, আগামী বছর ব্রাজিলের হয়ে কোপা আমেরিকাতেও খেলতে পারবেন না।

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া নেইমার এই অবকাশে নিজের বিলাসবহুল প্রমোদতরি নিয়ে সমুদ্র ভ্রমণে বেরিয়েছেন। গত সোমবার ব্রাজিলের মানগারাতিবার বাড়িতে ছেলে দাভি লুক্কা, মেয়ে মাভি ও সাবেক প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বড়দিন উদ্‌যাপন করেন। মঙ্গলবার মানগারাতিবা থেকে যান নিজ রাজ্য সাও পাওলোয়। সেখান থেকেই বুধবার তাঁর এমএসসি প্রেজিওসা মডেলের ৩৩৩ মিটার দীর্ঘ প্রমোদতরি নিয়ে বেরিয়ে পড়েন।

আরও পড়ুন

নেইমারের জাহাজটি কয়েক হাজার যাত্রী নিয়ে সমুদ্রপথে ব্রাজিলের বিভিন্ন এলাকা ঘুরে রিও ডি জেনিরোয় পৌঁছায়। রিও থেকে আজ সরাসরি সাও পাওলোয় ফেরার কথা।

জাহাজে ৩ দিনের এই ভ্রমণে নেইমার আমন্ত্রণ জানান দেশটির জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী, ডিজে ও কৌতুক অভিনেতাদের। নাচ, গান, অভিনয়ে তাঁরা পুরো সময় মাতিয়ে রাখেন। প্রমোদতরিতে ক্যাসিনো ও ওয়াটার পার্কও আছে।

প্রমোদতরিতে যাত্রীর সঙ্গে নেইমার
এক্স

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, গভীর সমুদ্রে রোমাঞ্চকর এই ভ্রমণে যাত্রীরা নেইমারের সঙ্গে নাচ, গান, পার্টি, ছবি তোলা ও খাওয়াদাওয়ার সুযোগ পেয়েছেন। একেকজন যাত্রীর কাছ থেকে সর্বনিম্ন ৫ হাজার ৩৬৬ থেকে ৩২ হাজার ২০০ ব্রাজিলিয়ান রিয়াল (১ লাখ ২১ হাজার থেকে ৭ লাখ ২৮ হাজার টাকা) করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে যাত্রী ভাড়া থেকে নেইমারের আয় হতে পারে ২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (৪৫ কোটি ২৮ লাখ টাকা)। নেইমারের এই সমুদ্র ভ্রমণ পরিষেবার নাম ‘নেই এম আলতো মার’ (দূর সমুদ্রে নেইমার)। মূলত এটি তাঁর নতুন ব্যবসা।

আরও পড়ুন

নেইমারের সমুদ্রযাত্রার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে নেইমারের পোস্ট করা ভিডিওতে তাঁকে স্ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখা গেলেও নতুন ভিডিওতে কোনো অবলম্বন ছাড়াই হাঁটতে দেখা গেছে।