পিঠে জরুরি অস্ত্রোপচার, মাঠের বাইরে গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাছবি: এএফপি

বেশ কিছুদিন ধরেই তীব্র পিঠের ব্যথায় ভুগছিলেন। সেটা অসহ্য হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করাতে হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে। তবে ম্যানচেস্টারে নয়, সিটি কোচ অস্ত্রোপচার করিয়েছেন বার্সেলোনায় তাঁর চিকিৎসক মিরেইয়া ইলুয়েকার কাছে। আজ সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গার্দিওলার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন সেরে উঠছেন এবং বার্সেলোনাতে পুনর্বাসনে আছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ম্যানচেস্টার সিটির সবাই পেপের দ্রুত আরোগ্য কামনা করছে এবং শিগগিরই তাকে ম্যানচেস্টারে ফিরতে দেখার জন্য মুখিয়ে আছে।’ আন্তর্জাতিক ফুটবল বিরতির পর গার্দিওলা ফের সিটির ডাগআউটে ফিরবেন বলে আশা ক্লাবটির।

আরও পড়ুন

আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর জাতীয় দলের ম্যাচের জন্য ক্লাব ফুটবলে বিরতি থাকবে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। ২৭ আগস্ট সিটির প্রতিপক্ষ শেফিল্ড এবং ২ সেপ্টেম্বর হলান্ডরা খেলবেন ফুলহাম বিপক্ষে।

গার্দিওলার পরিবর্তে আপাতত মূল দলের কোচিংয়ের দায়িত্ব থাকবেন সহকারী কোচ জুয়ানমা লিলো। গার্দিওলার স্বদেশি লিলো দ্বিতীয় মেয়াদে সিটিতে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে বর্তমান আর্সেনাল কোচ মিকেল আরতেতার স্থলাভিষিক্ত হয়ে সিটিতে আসেন লিলো। এরপর ২০২২ সালে চলে যান কাতারি ক্লাব আল সাদে। তবে এক মৌসুমে সেখানে কাটিয়ে এ বছর আবার সিটিতে ফিরে আসেন সিটিতে।

আরও পড়ুন

গার্দিওলাকে হয়তো আগামী ১৬ সেপ্টেম্বর ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে আবার দেখা যাবে সিটির ডাগআউটে। এ সময় কোচকে হারানো সিটির জন্য বড় ধাক্কাই বলা যায়। এর আগে চোটের কারণে দলের অন্যতম দুই সেরা তারকা কেভিন ডি ব্রুইনা এবং জন স্টোনসকে হারিয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ীরা।