ভুল ছবিতে বুসকেতসকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার

ইন্টার মায়ামির অনুষ্ঠানে সের্হিও বুসকেতসছবি: এএফপি

লিওনেল মেসি ও সের্হিও বুসকেতসকে ঘটা করে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ইন্টার মায়ামি। পরিচয়পর্ব যে একেবারে নির্ঝঞ্ঝাট হয়েছে তা নয়। বৃষ্টি ছিল, মঞ্চে ওঠার সময় ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহাম পা পিছলে পড়ে যেতে বসেছিলেন। ভাগ্যক্রমে বেঁচে যান।

এর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ভুলও করেছে মেজর লিগ সকারের (এমএলএস) টুইটার অ্যাকাউন্ট। বুসকেতসকে মায়ামির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার টুইটে ভুল করে আলভারো আরবেলোয়ার ছবি পোস্ট করে এমএলএস।

আরও পড়ুন

বার্সেলোনায় দীর্ঘদিন সতীর্থ ছিলেন মেসি-বুসকেতস। সময় ও ভাগ্য তাঁদের দুজনকে আবারও সতীর্থ হওয়ার সুযোগ করে দিল। সের্হিও বুসকেতস ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন মায়ামির সঙ্গে। তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার আগেই চুক্তি সেরেছে যুক্তরাস্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ফ্র্যাঞ্চাইজি দলটি।

আলভারো আরবেলোয়ার এই ছবিটি বুসকেতসের ভেবে ভুল করে পোস্ট করা হয়েছিল এমএলএসের টুইটার অ্যাকাউন্ট থেকে। পরে সংশোধন করা হয়
ছবি: টুইটার

মায়ামি টুইটারে বুসকেতসকে দলে ভেড়ানোর ঘোষণা দেওয়ার পর একাধিক টুইট করে এমএলএস তাঁকে নিয়ে। এর মধ্যে একটি টুইটে বুসকেতসের ক্যারিয়ারে জেতা শিরোপাসংখ্যার গ্রাফিকস এবং ছবি পোস্ট করা হয়। গ্রাফিকস ঠিক থাকলেও ভুল করে বুসকেতসের ছবির জায়গায় তাঁর সাবেক জাতীয় দল সতীর্থ ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুলব্যাক আরবেলোয়ার ছবি পোস্ট করা হয়। ফুটবলপ্রেমীরা ভুলটি ধরিয়ে দিতে দেরি করেননি।

আরও পড়ুন

২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ে আরবেলোয়ার ট্রফিতে চুমু খাওয়ার ছবি প্রথমে পোস্ট করেছিল এমএলএস। পরে ভুল শুধরে বুসকেতসের একই জার্সিতে একই শিরোপা জয় উদ্‌যাপনের ছবি পোস্ট করা হয়। অর্থাৎ আরবেলোয়ার ছবির স্থলে বুসকেতসের ছবি বসানো হয়। এমএলএস অবশ্য এই ভুল নিয়ে রসিকতাও করেছে। পরে আরেকটি টুইটে বুসকেতস-আরবেলোয়ার ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘আরবেলোয়া ও বুসকেতসকে এখানে দেখতে কেন একই রকম লাগছে। অ্যাডমিনের (টুইটার হ্যান্ডেলটির অ্যাডমিন) নতুন গ্লাস প্রয়োজন।’ ঘটনাটা এরপর আর বেশি দূর গড়ায়নি।

বার্সার মূল দলে ১৫ বছরের ক্যারিয়ারে প্রায় সবকিছু জিতে নেওয়া বুসকেতস মায়ামিতে যোগ দিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই বিশেষ সুযোগটা নিতে আর তর সইছে না। ইন্টার মায়ামির হয়ে ক্যারিয়ারের এই পরের ধাপে তাকিয়ে আছি। গত বছর বার্সেলোনার হয়ে এই ক্লাবে এসে মুগ্ধ হয়েছিলাম। এখন এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে চাই।’ ২১ জুলাই লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক হতে পারে বুসকেতসের। এই ম্যাচে মেসিরও মায়ামির হয়ে অভিষেক হওয়ার কথা।

আরও পড়ুন