ফাইনালে গোল করে স্পেনকে বিশ্বকাপ জেতালেন, ম্যাচের পর জানলেন বাবা মারা গেছেন

ওলগা কারমোনার গোলে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারায় স্পেনছবি: এএফপি

তাঁর গোলে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার ফিফা নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। চ্যাম্পিয়ন এই দলের অধিনায়কও তিনি। স্বাভাবিকভাবেই দলের উৎসবের মধ্যমণি ছিলেন ওলগা কারমোনা। কিন্তু ২৩ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারের জীবনের সবচেয়ে সুখের দিনটিই হয়ে উঠল সবচেয়ে বেদনার দিনও।

বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাস-উচ্ছ্বাস শেষে কারমোনা শুনতে পান, তাঁর বাবা মারা গেছেন। কারমোনার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ।

তবে মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।

আরও পড়ুন

গতকাল সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্পেন। ২৯তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক কারমোনা। এই গোলের উদ্‌যাপনে জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্টে ‘মার্চি’ নামের একজনের নাম দেখান কারমোনা। ফাইনালের পর তিনি জানান, সম্প্রতি তাঁর এক বন্ধুর মা মারা গেছেন। সেই বন্ধুকে বিশ্বকাপ ফাইনালের গোলটি ‘ট্রিবিউট’ দিয়েছেন।

বিশ্বকাপ ট্রফিতে ওলগা কারমোনার চুমু
ছবি: রয়টার্স

তবে ট্রফি নিয়ে উদ্‌যাপন শেষে সবচেয়ে বড় মৃত্যুসংবাদটি শুনতে পান কারমোনা। তাঁকে জানানো হয়, স্পেনে থাকা তাঁর বাবা মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরএফইএফের বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়, ‘বিশ্বকাপ ফাইনালের পর কারমোনা দুঃখের সংবাদটি শোনেন। আমরা ওলগা ও তাঁর পরিবারের এই বেদনাদায়ক সময়ে গভীর সমবেদনা প্রকাশ করছি। ওলগা, আমরা তোমায় ভালোবাসি। তুমিই স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’

আরও পড়ুন

বিশ্বকাপ জয়ের স্বীকৃতিস্বরূপ খেলোয়াড়দের জার্সিতে একটি করে তারা যুক্ত হয়। সদ্য প্রয়াত বাবাকে ‘তারা’ উল্লেখ করে রাতে একটি টুইট করেছেন কারমোনা। বিশ্বকাপ পদকে চুমু খাওয়ার ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আর এটা না জেনেই, খেলা শুরু হওয়ার আগেই আমার একটা তারা ছিল। আমি জানি, তুমি আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছ। আমি জানি, আজ রাতে তুমি আমাকে দেখে গর্বিত হচ্ছ। শান্তিতে ঘুমাও, বাবা।’

আজ সকালে স্পেন দল সিডনি থেকে মাদ্রিদে পৌঁছাবে। সেখানে ট্রফিসহ কারমোনার দলকে বরণ করে নেওয়ার কথা স্প্যানিশদের।

আরও পড়ুন