‘মেসি কি আমাদের পিঠে নিয়ে খেলবে?’

পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিছবি: রয়টার্স

বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের ফুটবলশৈলী গ্যালারিতে বসে সরাসরি দেখার সুযোগ পাবেন বলে খুশিই হয়েছিলেন চীনের ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসির খেলা সরাসরি দেখতে যে খরচ পড়বে, সেটা জানার পর তাঁদের সেই আনন্দ অনেকটাই উবে গেছে।

১৫ জুন আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া ম্যাচটি হবে ৬৮ হাজার আসনের ওয়ার্কার্স স্টেডিয়ামে। ম্যাচটির জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ৫৮০ ইউয়ান বা ৮২ ডলার। আর সর্বোচ্চ দামের টিকিটের মূল্য ৪৮০০ ইউয়ান। আয়োজকেরা জানিয়েছেন, টিকিট বিক্রি হবে ৫ ও ৮ জুন।

আরও পড়ুন
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি
ফাইল ছবি

টিকিটের এই চড়া মূল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব চীনারা। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এ নিয়ে নানাজন নানা কথা বলে যাচ্ছেন। এক ওয়েইবো ব্যবহারকারী লিখেছেন, ‘আমি তোমাদের (আয়োজক) বিরুদ্ধে ডাকাতির অভিযোগ করব।’ আরেকজনের কথা, ‘৪৮০০ ইউয়ানের বিনিময়ে মেসি কি আমাদের পিঠে নিয়ে খেলবে?’

টিকিটের মূল্য নিয়ে চীনের ফুটবলপ্রেমীদের এই অসন্তোষ তো আছেই। কিন্তু টিকিটের চাহিদাও কম নয়। তবে কালোবাজারে যাতে টিকিট বিক্রি না হয়, সে জন্য শক্ত পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে, পরিচয়পত্র দেখিয়ে দর্শকদের মাঠে ঢুকতে হবে। কিন্তু এর মধ্যেও কালোবাজারে টিকিট বেচা শুরু হয়েছে। দেশটির বিক্রয় প্ল্যাটফর্ম তাওবাও টিকিট বুকিংয়ের জন্য বিভিন্ন অফার দিতে শুরু করেছে। একজন বিক্রেতা ভিআইপি টিকিটের জন্য ১৮ হাজার ইউয়ান চেয়েছেন।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটিকে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের পুনর্মঞ্চায়নই বলা যায়। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল মেসি–মার্তিনেজদের আর্জেন্টিনা।

আরও পড়ুন