সাফের স্বাগতিক হতে শুধু নেপালের আবেদন

এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করার আবেদন করেছে শুধু নেপালফাইল ছবি

এ বছর অনুষ্ঠেয় ছেলেদের জাতীয় দলের সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ার আবেদনের শেষ তারিখ ছিল আজ। দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্য শুধু নেপালই আয়োজক হওয়ার আবেদন করেছে। এর ফলে আগামী ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সম্ভাব্য সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ হতে পারে হিমালয়ের দেশটিতে।

তবে বিষয়টা সাফের সভায় অনুমোদন না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে রাজি নন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাহরাইনে এএফসির কংগ্রেস আছে। সেখানে সাফের সবাইকে পাওয়া যাবে। তখনই বিষয়টা আমরা আলোচনা করে নেব। তবে যেহেতু অন্য কোনো দেশ আবেদন করেনি, কাজেই নেপালেই পরবর্তী সাফ হতে পারে।’

২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপ মালদ্বীপে হয়েছিল
ছবি: বাফুফে

২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ সাফ হয়েছে মালদ্বীপের রাজধানী মালেতে। সেই টুর্নামেন্ট বাবদ মালদ্বীপের কাছ থেকে এখনো প্রাপ্য অর্থ পায়নি সাফ। যে কারণে মালদ্বীপ এবার আর বিবেচনাতেই নেই। ভারত, ভুটানের আগ্রহ নেই। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে অনেক দেশের। শ্রীলঙ্কা ফিফা থেকে নিষিদ্ধ। বাংলাদেশ আবেদন করেনি বঙ্গবন্ধু স্টেডিয়াম তৈরি না থাকায়। এর ফলে পরিস্থিত যা, তাতে নেপালই স্বাগতিক হতে যাচ্ছে বলা যায়। নেপাল ২০১৩ সালে সাফের স্বাগতিক হয়েছিল সর্বশেষ। এরপর সাফ হয়েছে ২০১৫ সালে ভারতের কেরালায়, ২০১৮ সালে ঢাকায় ও ২০২১ সালে মালেতে।