এবারের দলবদলে এমবাপ্পের জন্য রিয়ালের ‘দরজা বন্ধ’ করে দিলেন আনচেলত্তি

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি: এএফপি

জার্মানির বিল্ড পত্রিকা দিন চারেক আগে একটি খবর দিয়েছিল। যে খবরে কিলিয়ান এমবাপ্পের ভক্ত আর রিয়াল মাদ্রিদের সমর্থকদের আশার পালে বাড়তি বাতাস লেগেছিল। পত্রিকাটি জানিয়েছিল, এমবাপ্পের জন্য পিএসজিকে ১২ কোটি ইউরোর প্রস্তাব দিতে তৈরি হচ্ছে রিয়াল।

বিল্ড সেই খবরে আরও জানিয়েছিল, এই প্রক্রিয়া ইউরোপের সফল ক্লাবটি আরও আগেই শুরু করেছে। তবে প্রস্তাবটি তারা এখনই দেবে না। পিএসজিকে চাপে ফেলার জন্য প্রস্তাবটি রিয়াল দেবে এ মাসের শেষ দিকে। ইউরোপের দলবদলের জানালা বন্ধ হবে ১ সেপ্টেম্বর।

বিল্ডের খবরের পথ ধরেই বিষয়টি নিয়ে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। সেই প্রশ্নের উত্তরে আনচেলত্তি যা বলেছেন, তাতে আশার বেলুন আবার চুপসে যাওয়ারই কথা এমবাপ্পে–ভক্ত আর রিয়ালের সমর্থকদের। বিল্ডের খবরটি উড়িয়েই দিয়েছেন রিয়ালের ইতালিয়ান কোচ।

দলবদলের দরজা বন্ধ হওয়ার ঠিক আগে রিয়াল এমবাপ্পের জন্য প্রস্তাব পাঠানোর যে খবর দিয়েছে, সেটাকে গুঞ্জন বলেই মনে হবে আনচেলত্তির কথায়। তাঁর ভাষ্যমতে, এবারের দলবদলে রিয়াল মাদ্রিদ আর কোনো খেলোয়াড় কিনবে না। এরই মধ্যে দল গুছিয়ে ফেলেছে তারা।

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদ সত্যিই কি এবারের দলবদলে এমবাপ্পের জন্য কোনো প্রস্তাব দেবে না পিএসজিকে?
ছবি: রয়টার্স

আনচেলত্তির কথা ছিল এ রকম, ‘শতভাগ নিশ্চিত যে আর কোনো চুক্তি হবে না। আমাদের দলবদল শেষ। দল চূড়ান্ত হয়ে গেছে।’ তাহলে কি সত্যিই এমবাপ্পের এবারের দলবদলে প্যারিস ছাড়া হচ্ছে না! চলতি মৌসুম শেষে মুক্ত খেলোয়াড় হিসেবেই তাঁকে দলে ভেড়াবে রিয়াল আর ট্রান্সফার ফি থেকে বঞ্চিত হবে পিএসজি?

এমবাপ্পের দলবদলের নাটক শুরু হয় জুনে, এমবাপ্পে চিঠি দিয়ে পিএসজিকে জানিয়ে দেন, ২০২৩-২৪ মৌসুমের পর আর চুক্তি নবায়ন করবেন না। পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। চুক্তির শর্ত অনুযায়ী এমবাপ্পে চাইলে এক বছরের জন্য এটা বাড়াতে পারবেন। তবে চুক্তি নবায়ন করা না–করার বিষয়টি জানাতে হতো এ বছরের জুনের মধ্যে।

চুক্তি নবায়ন করবেন না—এমবাপ্পে এটা জানিয়ে দেওয়ার পর পিএসজি তাঁকে বিক্রি করার জন্য উঠেপড়ে লাগে। কারণ, এ মৌসুমের শেষ দিকে ফরাসি স্ট্রাইকার পিএসজিতে মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন। তখন তাঁর দলবদল থেকে কোনো অর্থ পাবে না প্যারিসের ক্লাবটি।

আরও পড়ুন

অন্যদিকে এমবাপ্পে জানিয়ে দেন, তিনি চুক্তির মেয়াদ পূর্ণ না করে ক্লাব ছাড়বেন না। কারণ, চুক্তির মেয়াদ পূর্ণ না করে ক্লাব ছাড়লে তিনি আনুগত্য বোনাসের পুরোটা পাবেন না। পিএসজি ছেড়ে এমবাপ্পে নাম লেখাতে চান রিয়াল মাদ্রিদে। সেই রিয়াল মাদ্রিদও হয়তো বিনা দলবদল ফিতে এমবাপ্পেকে পাওয়ার জন্য অপেক্ষা করছিল। এ কারণে এখনো পিএসজিকে এমবাপ্পের জন্য কোনো প্রস্তাবই দেয়নি তারা।

এর মধ্যেই এমবাপ্পেকে ছাড়াই প্রাক্‌-মৌসুম প্রস্তুতির এশিয়া সফর শেষ করে আসে পিএসজি। দলটি যখন প্রাক্‌-মৌসুম প্রস্তুতির এশিয়া সফরে ছিল, এমবাপ্পেকে কেনার জন্য ৩০ কোটি ইউরোর প্রস্তাব নিয়ে আসে সৌদি আরবের ক্লাব আল হিলাল। কিন্তু আল হিলালের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায়ই বসতে চাননি এমবাপ্পে।

এরপর এমবাপ্পেকে বম্ব স্কোয়াডে পাঠিয়ে দেয় পিএসজি। সাধারণত অতি বেতনের খেলোয়াড়, যাঁরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না কিংবা ক্লাব আর যাঁদের দরকারি মনে করে না, তাঁদের মূল দল থেকে আলাদা করে ফেলা হলে ‘বম্ব স্কোয়াড’-এর সদস্য বলা হয়।

কিন্তু এমবাপ্পেকে বম্ব স্কোয়াডে বেশি দিন রাখতে পারেনি পিএসজি। লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে লোরিয়াঁর সঙ্গে গোলশূন্য ড্র করার পর তাঁকে মূল দলে ফেরায় তারা। মাঠে ফিরেই গোল পান এমবাপ্পে। এরপরও অবশ্য লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি পিএসজি, তুলুসের সঙ্গে ড্র করে ১-১ গোলে।

আরও পড়ুন