বাফুফে সাধারণ সম্পাদক নিষিদ্ধ, সালাউদ্দিন বললেন, ‘ভেরি স্যাড’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনফাইল ছবি

আর্থিক জালিয়াতির প্রমাণ পাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায়। আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কার্যক্রমের বিস্তারিত এবং শাস্তির কারণও ৫টি ভাষায় প্রকাশিত হয়েছে ফিফার ওয়েবসাইটে।

ফিফার ওই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। অথচ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন রাত সোয়া ৯টার দিকে দাবি করলেন, এখনো এ ব্যাপারে বিস্তারিত কিছু তিনি জানেন না। পাঁচ/দশ মিনিট আগে খবরটা শুধু শুনেছেন।

আবু নাঈম সোহাগের শাস্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে বাফুফে সভাপতিকে একাধিকবার ফোন করার পর অবশেষে তাঁর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। কাজী সালাউদ্দিন প্রথমেই বলেন, ‘আমি এখনো ব্যাপারটা পুরো জানি না। ডিটেইলস জানার পর আগামীকাল এ নিয়ে কথা বলতে পারব।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আবু নাঈম সোহাগ
ফাইল ছবি

ফিফার ওয়েবসাইটে আবু নাঈম সোহাগের বিরুদ্ধে প্রমাণিত হওয়া অভিযোগ সম্পর্কে বিস্তারিত বলা আছে জানানোর পর তিনি বলেন, ‘ঘটনা তো একটা কিছু ঘটেছেই।’

আরও পড়ুন

ফিফার সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে আবু নাঈম সোহাগকে পাঠানো চিঠিটাও সংযুক্ত করে দেওয়া হয়েছে। যেটির অনুলিপি পাঠানো হয়েছে বাফুফে ও এএফসিকেও। বাফুফে সভাপতিকে তা জানানোর পর তিনি বলেন, ‘আজ তো বাংলাদেশে ছুটির দিন। বাফুফে বন্ধ। কাল বাফুফেতে যাওয়ার পর সব জানতে পারব।’

এমন একটা কেলেঙ্কারি সম্পর্কে বাফুফে সভাপতি হিসেবে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ভেরি স্যাড।’