অনুশীলন করবেন কি না বার্সাকে জানাননি মেসি

বার্সেলোনার সঙ্গে আর অনুশীলন করবেন কিনা তা এখনো জানাননি লিওনেল মেসিছবি: রয়টার্স

বার্তা সংস্থা এএফপি প্রথমে জানিয়েছিল, বার্সেলোনার সঙ্গে অনুশীলনে অস্বীকৃতি জানিয়েছেন লিওনেল মেসি। ৩১ আগস্ট থেকে শুরু হওয়া অনুশীলনে তিনি যে থাকবেন না সে কথাটা বার্সার সদ্য নিয়োগ পাওয়া ক্রীড়া পরিচালক র‌্যামন প্লানেসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল তারা। কিন্তু কিছুক্ষণ পরই ভুল সংশোধন করে প্লানেসের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, মেসি বার্সার সঙ্গে অনুশীলন করবেন না সে কথা বলেননি।

বার্সার ক্রীড়া পরিচালক র‌্যামন প্লানেস
ছবি: বার্সেলোনা

কাল বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার কথা ক্লাবকে জানিয়েছেন মেসি। এরপরই শোরগোল চলছে ক্রীড়াঙ্গনে। চলছে নানা সমীকরণ। মেসি কোথায় যোগ দেবেন, কে নিতে পারে—এসব আলোচনা আর কী। এর মধ্যে বার্সায় মেসির অনুশীলনে অস্বীকৃতি জানানোর খবর বের হওয়ার পর শোরগোলটা আরও চাঙা হয়।

এএফপি নিজেই তাতে জল ঢেলে দিতে দেরি করেনি। পর্তুগালের স্ট্রাইকার ত্রিনকাওকে আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় বার্সা। সেখানেই মেসিকে নিয়ে কথা বলেন প্লানেস, ‘মেসি যে অনুশীলনে আসবে না সে কথা তো আমাদের জানায়নি।’

বার্সা ও লিওর সম্পর্কটা বিয়ের মতো। যেখানে দুজন দুজনকেই কত কিছু দিয়েছে, আর সমর্থকদের আনন্দে ভাসিয়েছে। আমি ইতিবাচক ভবিষ্যতই দেখছি।
র‌্যামন প্লানেস, বার্সার ক্রীড়া পরিচালক

বার্সায় এরিক আবিদালের পদে নিয়োগ পেয়েছেন প্লানেস। কোচ পদ থেকে কিকে সেতিয়েনকে ছাঁটাইয়ের পরদিন আবিদালকেও সরিয়ে দেয় বার্সা বোর্ড। মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিলেও তাঁকে নিয়েই পরিকল্পনা সাজানোর ইঙ্গিত দিলেন প্লানেস, ‘আমরা অনেকবারই বলেছি মেসিকে আমরা বার্সার খেলোয়াড় হিসেবেই দেখি। আজ ত্রিনকাও এসেছে, আশা করি সে মেসির পাশে জয়ের পথেই থাকবে।'

প্লানেস জানালেন, মেসির সঙ্গে বর্তমান অচলায়তন ভাঙতে ভেতরে-ভেতরে কাজ করছে বার্সা, ‘বার্সা অনেকবারই ঘুরে দাঁড়িয়েছে। এটাই আমাদের পরিকল্পনা, আরও একবার বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে ঘুরে দাঁড়াব। আমরা তাঁর চুক্তিতে কোনো শর্ত নিয়ে ভাবছি না। বার্সা ও লিওর সম্পর্কটা বিয়ের মতো। যেখানে দুজন দুজনকেই কত কিছু দিয়েছে, আর সমর্থকদের আনন্দে ভাসিয়েছে। আমি ইতিবাচক ভবিষ্যতই দেখছি। আমরা ভেতরে-ভেতরে মেসির মন ঠিক করার চেষ্টা করছি যেন সেরা সমাধানটা বেরিয়ে আসে।’

বার্সা ক্রীড়া পরিচালক জানান, মেসিকে নিয়ে ‘বার্সার মধ্যে কোনো ভেদাভেদের সৃষ্টি হয়নি।’ তিনি বলেন, ‘আমরা বার্সাকে জয়ের পথে ফেরানোর চেষ্টা করছি। লিওকে নিয়ে বার্সায় কোনো ভেদাভেদ নেই। ফুটবল নিয়ে ন্যূনতম জ্ঞান রাখা ব্যক্তিও চাইবে মেসি এখানে থেকে যাক। সে একজন বিজয়ী।’