‘অভ্যাস’ ধরে রাখল লিভারপুল, ম্যানচেস্টার সিটির কাছে জেরার্ডের হার

জয়ের পর সালাহর সঙ্গে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপছবি: রয়টার্স

১৮ ম্যাচ!

এক গোল করাই ম্যাচে কখনো কখনো খুব কঠিন হয়ে ওঠে। সেখানে প্রতি ম্যাচে অন্তত ২টি করে গোলের ‘অভ্যাস’! সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অন্তত ২টি করে গোল করছে লিভারপুল।

ইয়ুর্গেন ক্লপের দলের আক্রমণভাগের শক্তি বোঝাতে এ তথ্যটুকুই যথেষ্ট।

এভারটনের বিপক্ষে 'মার্সেসাইড ডার্বি'তে ৪-১ গোলের বড় জয়ে একটি কীর্তিরও দেখা পেয়েছে লিভারপুল। শীর্ষ লিগে খেলা ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা ১৮ ম্যাচে অন্তত ২টি করে গোল করল ক্লপের দল। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

গুডিসন পার্কে এ ম্যাচে সাবেক কোচ রাফায়েল বেনিতেজের মুখোমুখি হয় লিভারপুল। অ্যানফিল্ডের ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো এ কোচের সময়টা মোটেও ভালো যাচ্ছে না।

ম্যাচে একাধিক গোল করা অভ্যাসে পরিণত করেছে লিভারপুল
ছবি: রয়টার্স

ম্যাচের ১৯ মিনিটের মধ্যে জর্ডান হেনডারসন ও মোহাম্মদ সালাহর গোলে বেনিতেজের দুঃস্বপ্ন আরও লম্বা হয়। ৩৮ মিনিটে দেমারাই গ্রে এভারটনের হয়ে এক গোল শোধ করলেও প্রথমার্ধে লিভারপুলের কাছে পাত্তা পায়নি বেনিতেজের দল।

বিরতির পর ৬৪ মিনিটে সালাহ ও ৭৯ মিনিটে ডিয়োগো জোতা লিভারপুলকে ম্যাচের বাকি দুই গোল এনে দেন। টানা ৮ ম্যাচে জয়বঞ্চিত থাকা বেনিতেজের চাকরি নিয়েই এখন টানাটানি পড়তে পারে।

এভারটনের মাঠে গত ৩৯ বছরের মধ্যে লিগে এটাই সবচেয়ে বড় জয় লিভারপুলের। এ জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিনে ক্লপের দল।

ভলিতে গোল করছেন সিলভা
ছবি: রয়টার্স

ভিলা পার্কে সিটির জয়ে মনে রাখার মতো এক গোল করেন বের্নার্দো সিলভা। ৪২ মিনিট পর্যন্তও ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। পরের মিনিটে সিটির বক্সে বলের নিয়ন্ত্রণ হারায় ভিলা। পাল্টা আক্রমণে রিয়াদ মাহরেজ থেকে বল পান ডান প্রান্ত দিয়ে দৌড়ানো গ্যাব্রিয়েল জেসুস।

তাঁর ক্রস থেকে চোখ ধাঁধানো ভলিতে গোলটি করেন সিলভা। এর আগে ২৭ মিনিটে ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ফাঁকি দিয়ে সিটিকে এগিয়ে দেন রুবেন দিয়াস।

বিরতির পর ৪৭ মিনিটে ভিলার হয়ে গোলটি ওলি ওয়াটকিনসের। লিগে এ নিয়ে টানা চার ম্যাচ জিতল সিটি। টানা জয়ের ‘অভ্যাস’ গড়ছে গার্দিওলার দল। অন্যদিকে ভিলা কোচ হিসেবে লিগে প্রথম হার দেখলেন স্টিভেন জেরার্ড। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে গার্দিওলার দল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

হার দেখলেন ভিলা কোচ স্টিভেন জেরার্ড
ছবি: রয়টার্স

সাউদাম্পটন-লেস্টার সিটি ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় চেলসি। ব্রাইটন-ওয়েস্টহাম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।