অর্ধেক বেতনেই বায়ার্নে খেলতে রাজি কুতিনহো

অর্ধেক বেতনে বায়ার্নে খেলতে রাজি বার্সা থেকে ধারে আসা কুতিনহো। ফাইল ছবি
অর্ধেক বেতনে বায়ার্নে খেলতে রাজি বার্সা থেকে ধারে আসা কুতিনহো। ফাইল ছবি

এ বছরের ৩০ জুন পর্যন্ত ফিলিপে কুতিনহোকে বায়ার্ন মিউনিখে ধার দিয়েছিল বার্সেলোনা। কিন্তু করোনাভাইরাস জনিত পরবর্তিত পরিস্থিতিতে ব্রাজিলিয়ান তারকাকে আরও কিছুদিন থাকতে হচ্ছে জার্মান চ্যাম্পিয়নদের কাছে। জার্মান কাপ ও চ্যাম্পিয়নস লিগ খেলতে বায়ার্নে বাড়তি সময় থাকতে রাজিও হয়েছেন কুতিনহো। ধারের মেয়াদ বাড়লেও বেতনভাতা উল্টো কমে যাবে তাঁর। ৩০ জুন পর্যন্ত সপ্তাহে যে বেতন পেতেন, এখন তাঁর অর্ধেক বেতন পাবেন কুতিনহো। স্পেনের মার্কা জানিয়েছে অর্ধেক বেতনেই খেলতে রাজি হয়েছেন লিভারপুল থেকে বার্সেলোনা হয়ে বায়ার্নে যাওয়া এই খেলোয়াড়। বায়ার্নে সপ্তাহে ২ লাখ পাউন্ড (প্রায় ২ কোটি ১০ লাখ টাকা) বেতন পেতেন কুতিনহো, এখন পাবেন ১ লাখ পাউন্ড।

চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত থাকার মানে আরও কমপক্ষে দেড় মাস বায়ার্নে থাকতে হচ্ছে কুতিনহোকে। অবশ্য শুধু কুতিনহোই নয়, ধারে বায়ার্নে খেলতে আসা আরও দুই ফুটবলার আলভারো ওদরিওজোলা ও ইভান পেরিসিচও অর্ধেক বেতনে মৌসুমের বাকিটা সময় বায়ার্নে থাকতে রাজি হয়েছেন। ওদরিওজোলা রিয়াল মাদ্রিদ থেকে ও পেরিসিচ ইন্টার মিলান থেকে ধারে এসেছেন বায়ার্নে।

কিছু দিন আগে শোনা গিয়েছিল কুতিনহোকে পাকাপাকিভাবেই কিনে নিতে চায় বায়ার্ন। কিন্তু ম্যানচেস্টার সিটি থেকে জার্মান চ্যাম্পিয়নরা লেরয় সানে কেনার পর ভাটা পড়েছে ওই গুঞ্জনে। কুতিনহোর আসল ক্লাব বার্সেলানো অবশ্য এখনো ২৮ বছর বয়সী ফুটবলারকে চড়া দামে কেনার মতো ক্রেতা খুঁজছে। ফ্রান্সের পিএসজি ও ইতালির ইন্টার মিলানের নাম শোনা যাচ্ছে সম্ভাব্য ক্রেতা হিসেবে।