আইপিএলের আগে করোনার টিকা নিতে চাননি কোহলিরা?

আইপিএলের আগে কেন টিকা নেননি কোহলিরা?ছবি: রয়টার্স

করোনা মহামারিতে স্থগিত হয়েছে আইপিএল। এর মধ্যে হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কেন বন্ধ করে দিতে হলো, কেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন, ফ্র্যাঞ্চাইজিগুলো আদৌ জৈব সুরক্ষা বলয়ের ‘সুরক্ষা’ ঠিকঠাক তৈরি করতে পেরেছিল কি না—এসব নিয়ে নানা প্রশ্ন উঠেছে। উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে নানা অনিয়ম ও ভুলের আখ্যান।

অনেকেই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনায় আক্রান্ত হওয়াকে দৈব দুর্বিপাক হিসেবে বললেও ভারতীয় গণমাধ্যমের এক খবরে উঠে এসেছে ক্রিকেটারদের অসচেতনতার বিষয়টিও। করোনার দুর্বিপাকের মধ্যেও সুরক্ষা গ্রহণের যে বিষয়টি সবার হাতে আছে, সেই টিকা নেওয়া নিয়ে ক্রিকেটারদের অসচেতনতা অবাক করছে সবাইকে। আইপিএল শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সব ক্রিকেটারকে টিকা দিতে চাইলেও নানা অজুহাতে তাঁরা তা নিতে চাননি। বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশের বাইরে এসে টিকা নেওয়াটাও ঠিক ‘নিরাপদ’ মনে করেননি।

ইংল্যান্ড সফর সামনে রেখে অবশ্য এখন কোহলি নিয়েছেন টিকা
ছবি: এএফপি

ক্রিকেটাররা কেন করোনার টিকা নিতে চাননি, সে ব্যাপারে এর পার্শ্বপ্রতিক্রিয়ার অজুহাতের বিষয়টি সামনে এসেছে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দিয়ে ক্রিকেটাররা নাকি শঙ্কিত ছিলেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁরা আবার অসুস্থ না হয়ে পড়েন। করোনার যেকোনো টিকার ক্ষেত্রেই একেকজনের একেক রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ জ্বরেও আক্রান্ত হন। কারও শরীরে ব্যথা থাকে, শারীরিক দুর্বলতাও করোনা টিকার সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। ক্রিকেটাররা মনে করেছেন এমন গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের আগে টিকা নিয়ে যদি তাঁরা শারীরিকভাবে কোনো সমস্যায় পড়েন! তাঁরা যদি খেলতে না পারেন! সে কারণেই তাঁরা টিকার চেয়ে জৈব সুরক্ষা বলয়কেই আগ্রাধিকার দিয়েছেন। মনে করেছেন, বলয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাই তাঁদের নিরাপদে রাখবে।

ক্রিকেটাররা এ ক্ষেত্রে অসচেতনতার পরিচয় দিয়েছিলেন। ভারতীয় বোর্ডও এ নিয়ে তাঁদের ঠিকমতো বোঝাতে পারেনি। টাইমস অব ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘প্রথমে ক্রিকেটারদের টিকা নিতে বলা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে টিকা নিয়ে তো কাউকে জোর করা যায় না। এ ব্যাপারে ক্রিকেটারদের অসচেতনতাই ছিল প্রধান সমস্যা। ফ্র্যাঞ্চাইজিগুলোও ক্রিকেটারদের সঠিকভাবে বোঝাতে পারেনি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার ছিল টিকার ব্যাপারে বোর্ডের অনুরোধ পত্রপাঠ ফিরিয়ে দিয়েছিলেন ক্রিকেটাররা।’