আজীবন সম্মাননা পেলেন গোলাম সারোয়ার টিপু

আজীবন সম্মাননার চেক হাতে গোলাম সারোয়ার টিপু। ছবি: আবদুস সালাম
আজীবন সম্মাননার চেক হাতে গোলাম সারোয়ার টিপু। ছবি: আবদুস সালাম
রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে আজীবন সম্মাননা পেলেন ফুটবল অঙ্গনের কিংবদন্তি গোলাম সারোয়ার টিপু

ফুটবল অঙ্গনের কিংবদন্তি আজ আজীবন সম্মাননা পেলেন গোলাম সারোয়ার টিপু। আজ রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০১৮ এর জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও বাংলাদেশ এডিবল ওয়েল এর মহাব্যবস্থাপক ইনাম আহমেদ এই কিংবদন্তির হাতে আজ এ সম্মাননা তুলে দিয়েছেন। বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের প্রায় সব তারকাই।

খেলোয়াড়ি জীবনে মোহামেডান ও আবাহনীতে খেলেছেন গোলাম সারোয়ার। স্বাধীনতার আগে পাকিস্তান জাতীয় ফুটবল দলে অল্প যে কজন ফুটবলার খেলার সুযোগ পেয়েছিলেন তাঁদের একজন গোলাম সারোয়ার।

এদিকে ২০১৮ সালে টেস্ট অভিষেকে অসাধারণ বল করে চমকে দিয়েছিলেন অফ স্পিনার নাঈম হাসান। অভিষেক ইনিংসেই পাঁচ উইকেট পাওয়া এ তরুণই ২০১৮ সালের সেরা উদীয়মান। সবচেয়ে বেশি পাঁচবার বর্ষসেরা হওয়া সাকিবের শুরুটাও হয়েছিল সেরা উদীয়মানের পুরস্কার জেতার মধ্য দিয়ে। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন তাই দেখতেই পারেন নাঈম। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলার তহুরা খাতুন।