আতলেতিকোর ‘তিন ফাইনাল’–এর প্রথমটি আজ

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত বলেই জানিয়েছে আতলেতিকো মাদ্রিদ।ছবি: রয়টার্স

লা লিগার খেলা হয় ডাবল লিগ পদ্ধতিতে। এখানে ফাইনাল ম্যাচ বলে কিছু নেই। কিন্তু এই লা লিগাতেই কিনা এখনো তিনটি ‘ফাইনাল’ ম্যাচ খেলা বাকি আছে আতলেতিকো মাদ্রিদের! আতলেতিকো মাদ্রিদের লিগ শেষ হতে আর তিনটি ম্যাচই বাকি আছে। চার দলের জমজমাট শিরোপা লড়াইয়ের এবারের লিগে এই তিনটি ম্যাচকে আতলেতিকো আখ্যা দিয়েছে ফাইনাল হিসেবে। আর তিন ফাইনালের প্রথমটি দিয়েগো সিমিওনের দল আজ খেলতে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

সোসিয়েদাদের বিপক্ষে খেলার আগে নিজেদের ওয়েবসাইটে ম্যাচটি ঘিরে কিছু পূর্বকথন উপস্থাপন করেছে আতলেতিকো। সেই পূর্বকথন আর শুধুই সোসিয়েদাদের ম্যাচে আটকে থাকেনি। লিগে নিজেদের শেষ তিনটি ম্যাচ নিয়েই লিখেছে তারা, ‘তিনটি ম্যাচ, তিনটি ফাইনাল। লিগের শেষ অধ্যায়ের লড়াইয়ের জন্য প্রস্তুত আতলেতিকো। ৩৬তম রাউন্ডে (আজ) আমরা আতিথ্য দেব রিয়াল সোসিয়েদাদকে।’

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে আতলেতিকোর খেলোয়াড়েরা আত্মবিশ্বাস নিয়ে খেলবেন বলেই মনে করেন দলটির কোচ সিমিওনে।
ছবি: রয়টার্স

শিরোপা লড়াইয়ের তীব্রতা বোঝাতে গিয়ে সোসিয়েদাদ ম্যাচের পূর্বকথনে এরপর তারা লিখেছে, ‘তিনটা ম্যাচ দিবস বাকি আছে। লা লিগার দৌড়ে আছে চারটি দল। তবে একমাত্র আতলেতিকোর ভাগ্যই তাদের নিজেদের হাতে।’ ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। কাল রাতে লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পর বার্সেলোনা দ্বিতীয় স্থানে আছে ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৫ ম্যাচে ৭১। আজ রাতে আতলেতিকো জিতলে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়বে তারা।

রিয়াল সোসিয়েদাদের পর আতলেতিকোর বাকি দুটি ম্যাচের একটি ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে, আরেকটিতে প্রতিপক্ষ অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা রিয়াল ভায়াদোলিদ। সেদিক থেকে আতলেতিকোর জন্য সবচেয়ে বড় ম্যাচ এখন ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা সোসিয়েদাদের বিপক্ষেই। এ ম্যাচ নিয়ে কোচ সিমিওনেও তাই একটু বেশিই ভাবছেন, ‘এখন আমাদের সব মনোযোগ রিয়াল সোসিয়েদাদ ম্যাচে। দলটি খুব ভালো খেলছে। বিশেষ করে প্রতিপক্ষের মাঠে তাদের ফল খুবই ভালো।’

অনুশীলনে ব্যস্ত আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়েরা।
ছবি: রয়টার্স

তবে সোসিয়েদাদ ম্যাচে আতলেতিকোর একটি প্রেরণাও আছে। আগের ম্যাচে বার্সেলোনার সঙ্গে গোলশূন্য ড্রই সিমিওনের সেই প্রেরণা, ‘আমি মনে করি বার্সেলোনার বিপক্ষে আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি। বার্সেলোনার বিপক্ষে যেভাবে খেলেছি, এ ম্যাচেও আমাদের ঠিক সেভাবেই খেলতে হবে। কঠিন পরিশ্রম করতে হবে। আশা করছি সেটা আমরা করতে পারব। খেলোয়াড়দের ওপর সেই বিশ্বাস আমার আছে।’

সোসিয়েদাদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও ভরসা দেওয়ার কথা সিমিওনেকে। সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতেই হেরেছে আতলেতিকো। সেই হারও আবার ২০১৯ সালের সেপ্টেম্বরে। বাকি চার ম্যাচের তিনটিতেই জিতেছে আতলেতিকো। এ ছাড়া সর্বশেষ সাতটি লিগ ম্যাচে ঘরের মাঠে সোসিয়েদাদের বিপক্ষে কোনো হার নেই সিমিওনের দলের।