আত্মবিশ্বাসী বসুন্ধরা, প্রত্যয়ী মোহনবাগান

কোচকে নিয়ে অনুশীলনে বসুন্ধরার খেলোয়াড়েরাছবি: সংগৃহীত

গত বছরই এএফসি কাপের আন্তঃআঞ্চলিক পর্বের সেমিফাইনালে খেলতে পারত বসুন্ধরা কিংস। কিন্তু সেবার বসুন্ধরা কিংসের হৃদয় ভেঙেছিল ভারতের আইলিগের দল এটিকে মোহনবাগান।

কলকাতার এই ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করায় শেষ পর্যন্ত আন্তঃআঞ্চলিক পর্বের সেমিফাইনালে যাওয়া হয়নি বসুন্ধরা কিংসের। আগামীকাল সন্ধ্যা ছয়টায় কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে আবার মোহনবাগানের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবার আর মোহনবাগানকে ছাড় দিতে রাজি নন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে মাজিয়া স্পোর্টসকে। ওদিকে মোহনবাগান প্রথম ম্যাচে ৪-২ গোলে হেরেছে গোকুলাম কেরালার কাছে। দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বসুন্ধরা কিংস কোচ ব্রুজোন।

ম্যাচের প্রথম আধা ঘণ্টাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘বড় ম্যাচ, চমৎকার ভেন্যু এবং স্থানীয় দলের বাঁচা-মরার লড়াই করার পরিকল্পনা থাকবে। আমরাও আমাদের পরিকল্পনায় অটল থাকব। প্রথম ৩০ মিনিট ধরে খেলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা আমাদের পরিকল্পনায় এগিয়ে যাব।’

মোহনবাগানের বিপক্ষে জিততে মরিয়া বসুন্ধরা
ছবি: সংগৃহীত

মাজিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি বসুন্ধরার ফরোয়ার্ডরা। নুহা মারংয়ের করা একমাত্র গোল নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না কোচ। যদিও মাজিয়ার চেয়ে মোহনবাগানের রক্ষণের অবস্থা আরও ভয়াবহ। প্রথম ম্যাচে মোহনবাগানের দুর্বল রক্ষণের ফায়দা ভালোভাবেই ওঠায় কেরালা। সন্দেশ জিঙ্ঘান আগে থেকেই চোটের কারণে ছিটকে গেছেন।

ম্যাচের দিন প্রথমার্ধে চোট পেয়ে তিনিও মাঠ ছেড়ে বেরিয়ে যান। দলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার না থাকার অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে মোহনবাগান।

আগামীকাল মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো সেরা একাদশ মাঠে নামাতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। সুযোগটা কাজে লাগিয়ে আগামীকাল নিশ্চয় বড় জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে বসুন্ধরা কিংস।

অবশ্য মোহনবাগানের এই দুরবস্থা নিয়ে না ভেবে নিজেদের খেলায় মন দিতে চাইলেন ব্রুজোন, ‘মোহনবাগান এখনো দল গোছানোর মধ্য দিয়ে যাচ্ছে। কোচের পরিকল্পনা আরও বেশি আত্মস্থ করার প্রয়োজন তাদের। আমরা জানি, রক্ষণভাগ নিয়ে ওরা লড়াই করছে। কিন্তু আমি নিশ্চিত ওদের সেই সমস্যা কোচ খুঁজে বের করেছে। তবে এসব নিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগতে চাই না।’

মোহনবাগানের বিপক্ষে গোলের খোঁজ করতে হবে বসুন্ধরার খেলোয়াড়দের
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে বড় হারেও এতটুকু মনোবল হারাননি মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। বসুন্ধরা কিংসের বিপক্ষে ছেলেরা কোচের আস্থার প্রতিদান দেবেন, এমনটাই আশা ফেরান্দোর, ‘খেলায় আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। বসুন্ধরা কিংসের বিপক্ষে আমরা সেরাটা খেলার চেষ্টা করব। আমার দল ভালো দল, ভালো ক্লাব। এই মুহূর্তে আমরা সেসবেই মনোযোগ দিতে চাই। আমরা একই কৌশলে একই পরিকল্পনা নিয়ে মাঠে নামব। এটা ফুটবল। আমি আমার দলের ওপর আস্থা রেখেছি। আমি জানি ওরা ওদের সেরাটা দিয়েই খেলবে। এবং আগের দিনের চেয়ে আরও ভালো কিছু হতে যাচ্ছে আগামীকাল।’