আবার টিভিতে ফিরছে লা লিগা

লা লিগা আর দেখা যাবে না ফেসবুকে।প্রতীকী ছবি

ঘটনাচক্রে ঘটেছিল সেটি। তিন বছর আগে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ, অর্থাৎ লা লিগা ছেড়ে পাড়ি দিয়েছিলেন ইতালিতে। আর সে বছরই দক্ষিণ এশিয়া অঞ্চলে টিভিতে লা লিগা দেখা বন্ধ হয়ে গেল। এই অঞ্চলে লা লিগা দেখানোর স্বত্ব কিনে নিয়েছিল ফেসবুক। এটি যেমন ছিল সুবিধার, ঠিক তেমনি অনেক সময় সেটি অস্বস্তির কারণও হয়েছে। টেলিভিশনে ফুটবল দেখে অভ্যস্ত ফুটবলপ্রেমীরা মোবাইলের ছোট পর্দায় ফুটবল দেখতে গিয়ে হয়েছেন বিরক্তও।

তিন বছর পর আরেক মহাতারকার বিদায়ের শঙ্কায় আছে লা লিগা। বার্সেলোনার আর্থিক পরিস্থিতি রাতারাতি বদলে না গেলে মেসিকে নতুন চুক্তি দিতে পারবে না ক্লাবটি। নতুন মৌসুম হয়তো মেসিকে ছাড়াই শুরু করবে লা লিগা। আর ১৩ আগস্ট শুরু হতে যাওয়া লিগের ম্যাচগুলো এবার আর ফেসবুকে নয়, টিভিতেই দেখার সুযোগ পাবেন দক্ষিণ এশিয়ার আট দেশের মানুষ। এ অঞ্চলে লা লিগার সম্প্রচারসত্ত্ব কিনে নিয়েছে ভারতের ভিয়াকম এইটিন।

ভিয়াকমের তরুণদের জন্য গড়া চ্যানেল এমটিভির সঙ্গে তিন বছরের চুক্তি সই করেছে লা লিগা। রাইজ ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় এ মৌসুম থেকে লা লিগার খেলা বৈধ উপায়ে দক্ষিণ এশিয়ায় শুধু এমটিভিতেই দেখা যাবে। এ ছাড়া ভারতে আরও কিছু চ্যানেল এবং লাইভ স্ট্রিমিং দুটি অ্যাপ ভুট ও জিওতে দেখা যাবে।

ফেসবুক অবশ্য লা লিগার সম্প্রচারের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত গত মার্চেই জানিয়ে রেখেছিল। তাই নতুন করে এ অঞ্চলে খেলার সম্প্রচারের জন্য আগ্রহী চ্যানেল খুঁজছিল লা লিগা। এ ব্যাপারে লা লিগার নির্বাহী পরিচালক অস্কার মায়ো বলেছেন, ‘ভিয়াকম ১৮ (এমটিভি ইন্ডিয়া)-এর সঙ্গী হতে পেরে আমরা রোমাঞ্চিত এবং ভারতনির্ভর সমর্থকসংখ্যা আরও বাড়িয়ে দেবে। বিশ্বজুড়ে ফুটবলের উচ্চমান নির্ধারণ করেছি আমরা এবং ভারতও বেশ গতিতে এগোচ্ছে। তাই আশা করছি, এমটিভির সুবাদে তরুণ প্রজন্মের কাছে আমরা পৌঁছাবে এবং তাদের আগ্রহের জন্ম কারণ হব।’