আবারও গাড়ি দুর্ঘটনায় পড়লেন ব্রাজিলীয় মিডফিল্ডার

আর্থুর মেলোছবি : টুইটার

আর্থুর মেলোর ক্যারিয়ারে উন্নতির গ্রাফটা যেন থেমে আছে। গ্রেমিওতে আলো ছড়িয়ে নাম লিখিয়েছিলেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। কিন্তু বার্সার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর ‘আর্থিক অসঙ্গতি’র বলি হয়ে আজ তাঁকে খেলতে হয় জুভেন্টাসের হয়ে।

সেখানে গিয়ে যে খুব আলো ছড়াতে পারছেন তা নয়। যতটা না ভালো খেলার জন্য আলোচিত হয়েছেন, তাঁর চেয়ে ঢের বেশি হয়েছেন সমালোচিত, মাঠের বাইরের বিভিন্ন কারণে।

এবার আবারও গাড়ি দুর্ঘটনা-সংক্রান্ত ঝামেলায় পড়েছেন তিনি। তবে কপাল ভালো, সে দুর্ঘটনায় তাঁর কোনো ক্ষতি হয়নি। তবে তুরিনের এই দুর্ঘটনায় আর্থুরের ধূসর বর্ণের ফেরারি গাড়িটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরটা প্রথম জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক আলভারো ভন রিকেত্তি। যদিও তাঁর মতে, দুর্ঘটনার জন্য আর্থুরের কোনো দোষ ছিল না।


বহুদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে আছেন আর্থুর। অস্ত্রোপচারও হয়েছে তাঁর সম্প্রতি। আগামী অক্টোবর থেকে আবারও জুভেন্টাসের হয়ে মাঠে নামতে পারবেন বলে জানা গেছে। মাঝেমধ্যেই ক্লাবে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে আসা লাগে। অমনই এক পরীক্ষা করাতে গিয়ে এই দুর্ঘটনায় পড়েন আর্থুর।

বার্সেলোনা থেকে জুভেন্টাসে নাম লেখানো মিডফিল্ডার আর্থুর মেলো
ছবি: এএফপি

জুভেন্টাসের হয়ে সব মিলিয়ে ৩২ ম্যাচ খেলে ১ গোল করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। দলের হয়ে জিতেছেন কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ।

এর আগে বিচিত্র এক কারণে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন তিনি। জুভেন্টাস থেকে বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে এনে বিনিময়ে তাঁদের কাছে আর্থুরকে পাঠিয়েছিল বার্সেলোনা। পিয়ানিচকে বার্সা যতটা না খেলোয়াড়ি নৈপুণ্যের জন্য দলে এনেছিল, তার চেয়ে ঢের বেশি ছিল হিসাববিজ্ঞানের নিয়মের সুযোগ নিয়ে উয়েফার আর্থিক সঙ্গতির নীতিকে ফাঁকি দেওয়ার বিষয়টি।

আর্থুর-পিয়ানিচ ; জার্সির হয়েছে অদল-বদল।
ছবি : এএফপি

সব মিলিয়ে পিয়ানিচও এখন বার্সায় নেই, এবারই নাম লিখিয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসে। ওদিকে আর্থুরের এই হাল।


এর আগেও ২০২০ সালের আগস্টে মদ্যপান করে গাড়ি চালানোর দায়ে ঝামেলায় পড়েছিলেন পিয়ানিচ। সেবারও গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তিনি।