আবারও মুখোমুখি হচ্ছেন মেসি–রোনালদো?

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিফাইল ছবি: এএফপি

দেখা হবে?

স্প্যানিশ লা লিগায় দ্বৈরথের সেসব দিন হলে প্রায় নিশ্চিত করে দেওয়া যেত যে দেখা হচ্ছে। কিন্তু বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি জটিলতায় বর্তমানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এখনই নিশ্চিত করে বলে দেওয়াটা ঝুঁকিপূর্ণ।

ক্যাম্প ন্যুতে আগামী ৮ আগস্ট হোয়ান গাম্পার ট্রফি প্রদর্শনী ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সা। স্বাভাবিকভাবেই এই ম্যাচে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সেই পুরোনো দ্বৈরথের দিনগুলো ফেরার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরেকবার মুখোমুখি হওয়ার সুযোগ এই ম্যাচ।

কিন্তু এই ম্যাচে মাঠে নামতে হলে মেসিকে আগে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে। গত মাসে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখন ফ্রি এজেন্ট হয়ে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পেনের বাতাসে বহু আগে থেকেই গুঞ্জন চলছে, বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন ৩৪ বছর বয়সী মেসি। কিন্তু কোনো পক্ষ-ই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

সূত্র মারফত ইএসপিএন জেনেছে, লা লিগার অর্থনৈতিক বিধিনিষেধের কারণে নতুন মৌসুম শুরুর আগেই মেসিকে সময়মতো নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে বেশ ঝামেলার মধ্যে রয়েছে বার্সা।

এদিকে জুভেন্টাসে রোনালদোর ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন আছে। আগামী মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে। ইএসপিএন জানিয়েছে, রোনালদোর মুখপাত্র এরই মধ্যে ইউরোপের বেশ কিছু ক্লাবের সঙ্গে দেনদরবার শুরু করে দিয়েছেন।

নতুন মৌসুম শুরুর আগে হোয়ান গ্যাম্পার প্রদর্শনী ট্রফির ম্যাচ আয়োজন করে থাকে বার্সা। ১৯৬৬ সাল থেকে এ প্রথা ধরে রেখেছে কাতালান ক্লাবটি। ২০০৫ গ্যাম্পার ট্রফিতে জুভেন্টানের মুখোমুখি হয়ে টাইব্রেকারে হারের স্বাদ পেয়েছিলেন ১৮ বছর বয়সী মেসি।

গত ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ফিরতি লেগে সর্বশেষ মেসির মুখোমুখি হন রোনালদো। বার্সার মাঠে সে ম্যাচে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা। তার আগে প্রথম লেগে ঘরের মাঠে বার্সার কাছে ২-০ গোলে হারের ম্যাচটি তিনি খেলতে পারেননি কোভিড-১৯ পজিটিভ হওয়ার জন্য

এবার গাম্পার ট্রফি দিয়ে ক্যাম্প ন্যুতে ফেরার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। মোট আসনসংখ্যার ২০ শতাংশ দর্শক ম্যাচটা দেখতে পারবেন। সংখ্যাটা আনুমানিক ১৯ হাজার ৮৬৯ জন।

মেসির সঙ্গে চুক্তি নবায়ন এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বার্সা
ছবি: রয়টার্স

১৬ বছর আগে গাম্পার ট্রফিতে জুভেন্টাসের বিপক্ষে সেই প্রদর্শনী ম্যাচে দারুণ খেলেছিলেন মেসি। তখন জুভেন্টাসের কোচ ফ্যাবিও কাপেলো মেসির খেলা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন, বার্সার কাছে তিনি আর্জেন্টাইন তারকাকে ধার হিসেবে চেয়েছিলেন। কিন্তু তখনকার বার্সা কোচ ফ্রাঙ্ক রাইকার্ড রাজি হননি। এবার গাম্পার ট্রফিতে প্রথমবারের মতো বার্সার নারী দলও মাঠে নামবে। অর্থাৎ দুটি প্রদর্শনী ম্যাচ হবে।

দেখা যাক, এই ম্যাচে মেসি খেলতে পারেন কি না!