আবাহনীর টানা দ্বিতীয় জয়

ব্রাদার্সের বিপক্ষে গোলের পর আবাহনীর তিন বিদেশি তারকার উচ্ছ্বাস।ছবি: প্রথম আলো

বসুন্ধরা কিংস–বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি উত্তেজনা ছড়িয়েছিল। সেই উত্তেজনায় জল ঢেলে দিয়েছে দিনের দ্বিতীয় ম্যাচটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী লিমিটেড ২–০ গোলে জিতলেও ভালো ফুটবলের রসদ বা উত্তেজনা কিছুই পাওয়া যায়নি।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগে আবাহনীকে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন তাদের দুই বিদেশি ফরোয়ার্ড ফ্রান্সিসকো তোরেস ও কারভেন্স বেলফোর্ট। একটি করে গোল করেছেন তাঁরা। ব্রাদার্সের এটি টানা দ্বিতীয় হার।

বেলফোর্টকে ঘিরে আবাহনীর খেলোয়াড়দের গোল–উচ্ছ্বাস।
ছবি: প্রথম আলো

আগের ম্যাচে পুলিশের বিপক্ষে ১–০ গোলে কষ্টসাধ্য জয় পেলেও ব্রাদার্সের বিপক্ষে আজ দলের প্রধান দুই অস্ত্র ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগুস্তো ও ফরোয়ার্ড নাবীব নেওয়াজকে বিশ্রামে রেখেছিলেন আবাহনী কোচ মারিও লেমোস। এ দুজনের জায়গায় একাদশে রাখেন ডিফেন্ডার টুটুল হোসেন ও ফরোয়ার্ড রুবেল মিয়াকে।

সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন রুবেল মিয়া। আবাহনীর আক্রমণ তৈরিতে মূল ভূমিকা রাখেন এই উইঙ্গার। ডান প্রান্ত দিয়ে গতির ঝড় তুলে ব্রাদার্সকে দিশেহারা করেছেন তিনি। আবাহনীর দুটি গোলেই আছে তাঁর অবদান। রুবেলকে ঠেকিয়ে রাখতে না পেরে ব্রাদার্সের নাইজেরিয়ান সেন্টারব্যাক ওসাই মানডে তো বক্সের মধ্যে ফাউলই করে বসেন। পেনাল্টি পায় আবাহনী। ৩৪ মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তোরেস, স্কোরলাইন ১–০। লিগে এটি তোরেসের প্রথম গোল।

আবাহনীর বিদেশি খেলোয়াড় বেলফোর্টের গোল–উদ্‌যাপন।
ছবি: প্রথম আলো

৪১ মিনিটে প্রতি আক্রমণ থেকে রুবেল দ্বিতীয় গোলটি করিয়েছেন দারুণভাবে। মাঝমাঠের ওপর থেকে বল কেড়ে নিয়ে দ্রুতগতিতে উঠে বক্সে ঢুকে পাস দেন। বলের নিয়ন্ত্রণ নিয়ে দেখেশুনে জালে পাঠিয়েছেন বেলফোর্ট, ২–০।

প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ার পর ব্রাদার্সের লক্ষ্য হয়ে ওঠে বেশি গোল না খাওয়া। সেদিক থেকে তারা সফল। দ্বিতীয়ার্ধে আর গোল খায়নি ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে গোল পেতে পারতেন প্রথমার্ধের দুই গোলের পরোক্ষ নায়ক রুবেল। ৬১ মিনিটে তাঁর শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। বল পোস্টে লেগেছে ব্রাদার্সেরও। ম্যাচের শেষের দিকে নাঈম হোসেনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এতে ব্যবধান কমানোর সুযোগও হাতছাড়া হয়ে যায় ব্রাদার্সের। গোপীবাগের দলটি তাদের তৃতীয় ম্যাচটি খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে কুমিল্লায়। একই দিনে ঢাকায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে খেলবে আবাহনী।