আমিরাতে গিয়ে আইপিএল খেলতে আপত্তি নেই বোল্টের

ট্রেন্ট বোল্ট।ছবি: আইপিএল

নিউজিল্যান্ড ও মুম্বাই ইন্ডিয়ানসের পেসার ট্রেন্ট বোল্টের বছরের শেষ দিকে আরব আমিরাতে গিয়ে আইপিএল খেলতে আপত্তি নেই। বিসিসিআই গত শনিবার জানিয়েছে, স্থগিত আইপিএলের বাকি অংশ হবে আমিরাতে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে। মুম্বাইয়ের হয়ে গত দুবারের আইপিএলজয়ী বোল্ট জানিয়েছেন, এবারও দলের হয়ে টুর্নামেন্ট শেষ করতে চান তিনি।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়িয়ে যাওয়ায় মে মাসের শুরুতে স্থগিত হয়ে গেছে আইপিএল। সে টুর্নামেন্টের বাকিটা আয়োজন করার জন্য এখন উঠেপড়ে লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আরব আমিরাতে আয়োজন করে বাকি টুর্নামেন্ট শেষ করে ফেলার পরিকল্পনা তাদের। গতবার পুরো আইপিএল যেখানে হয়েছিল, এবারও বাকি ৩১ ম্যাচ সেখানেই আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। আর তাতে অংশ নিতে বোল্টের সমস্যা নেই কোনো।

বোল্ট খেলেন রোহিতদের দলেই
ছবি: টুইটার

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ভারতের কৃষ্টি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বোল্ট। তবে করোনার কারণে এবার অভিজ্ঞতাটা যে একটু ভিন্ন, সেটাও জানিয়েছেন, ‘ভারত যাওয়ার জন্য দুর্দান্ত একটি জায়গা। ভারতে যাওয়ার অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। তাঁদের ভক্ত ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি। কিন্তু এবার ব্যাপারটা ভিন্ন। অনেক শান্ত ছিল সব জায়গা, কোনো সমর্থক ছিল না। অর্ধেক টুর্নামেন্ট খেলতে অন্য রকমই লেগেছে।’

তবে আইপিএলের বাকি অংশ যে আরব আমিরাতে হবে, সে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই তারকা, ‘মনে হচ্ছে, টুর্নামেন্টের বাকি অংশ আরব আমিরাতে হবে। যেখানে গতবার খুব ভালোভাবে আয়োজিত হয়েছিল। আমি যদি পারি টুর্নামেন্টের বাকি অংশটুকু খেলতে চাই, সফলভাবে টুর্নামেন্ট শেষ করতে চাই।’

বোল্ট ও বুমরার বোলিং মুম্বাইকে বাড়তি সুবিধা এনে দেয়।
ছবি: আইপিএল

তবে জাতীয় দলের দায়িত্ব, করোনার শঙ্কা, ব্যস্ত শিডিউল—সবকিছু মিলিয়ে টুর্নামেন্টের বাকিটা খেলতে পারবেন কি, সংশয়ে আছেন বিদেশিরা। আইপিএল যদি আবারও হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে আবার নতুন করে ক্রিকেটার ছাড়তে হবে বোর্ডগুলোকে, যা বিরাট ঝক্কির কাজ।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তো এর মধ্যেই সাফ জানিয়ে দিয়েছে, ওই সময়ে জাতীয় দলের খেলোয়াড় ছাড়তে নারাজ তারা। তারকা খেলোয়াড়দের ঘাটতি যে পড়তে পারে, সে ইঙ্গিত মিলেছে গতকালই। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স বলেছেন, তিনি আর ফিরছেন না এবারের আইপিএলে। সংশয়ে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিউই পেসার কাইল জেমিসনও।

তবে বোল্ট ওপথে হাঁটেননি। মুম্বাইয়ের হয়ে হ্যাটট্রিক শিরোপা জিততে চাওয়াই লক্ষ্য তাঁর।