আর্জেন্টাইন কোচের হাতে গড়া নয়জন এখন সেমিতে!

>
ইংল্যান্ড দলের সেরা তারকাদের বেশির ভাগই টটেনহামের। ছবি: এএফপি
ইংল্যান্ড দলের সেরা তারকাদের বেশির ভাগই টটেনহামের। ছবি: এএফপি

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় আছে টটেনহাম হটস্পারের। ইংলিশ এই ক্লাবটির কোচ আর্জেন্টিনার মাউরিসিও পচেত্তিনো

দেখতে দেখতে শেষের পথে রাশিয়া বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনাল শেষে সেমিতে পা দিয়েছে ইউরোপের চার দল—ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ওদিকে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে গেছে ফেবারিট আর্জেন্টিনা। কিন্তু সেমিতে না থেকেও যেন আছে তারা! কীভাবে?

একটু খোলাসা করা যাক তাহলে ব্যাপারটা। এই বিশ্বকাপের সেমিতে সবচেয়ে বেশি খেলোয়াড় আছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের। ইংল্যান্ড দলের হ্যারি কেইন, কিরেন ট্রিপিয়ের, ড্যানি রোজ, ডেলে আলি, এরিক ডায়ার; বেলজিয়াম দলের মুসা ডেম্বেলে, টবি অল্ডারওয়াইরেল্ড, ইয়ান ভার্তোনে; ফ্রান্সের হুগো লরিস—মোট নয়জন ক্লাব ক্যারিয়ারে খেলছেন টটেনহাম হটস্পারের হয়ে। আর এই টটেনহামেরই কোচ হলেন আর্জেন্টিনার মাউরিসিও পচেত্তিনো। অর্থাৎ, এই নয় ফুটবলার পচেত্তিনোরই ছাত্র।

শুধু কোচ বলাটা ভুল হবে, এসব খেলোয়াড়ের ফুটবল জীবনের একটা বেশ বড় অংশই কেটেছে পচেত্তিনোর অধীনে। বিশেষ করে ডায়ার, আলি, ট্রিপিয়ের, কেইন—এই কজনকে একেবারে নিজের হাতে গড়েছেন পচেত্তিনো। ভার্তোনে, অল্ডারওয়াইরেল্ড, লরিস, ডেম্বেলে, রোজ—তাঁরা সবাই নিজ নিজ পজিশনে তারকা হয়েছেন পচেত্তিনোর শিক্ষা পেয়েই।

ওদিকে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সাত শিষ্য খেলছেন এবারের সেমিফাইনাল, হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডের সাতজন ও চেলসির পাঁচজন ও লিভারপুলের চারজন খেলছেন এবারের সেমিফাইনালে। চারজন করে খেলছেন বার্সেলোনা, পিএসজি ও মোনাকোর খেলোয়াড়ও। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও মার্শেইয়ের খেলোয়াড় রয়েছেন তিনজন করে।