'আর্জেন্টিনা হারলে সবার আগে মেসিই কষ্ট পায়'

দেশের হয়ে মেসির নিবেদনের অভাব নেই, বললেন সার্জিও আগুয়েরো। ছবি: এএফপি
দেশের হয়ে মেসির নিবেদনের অভাব নেই, বললেন সার্জিও আগুয়েরো। ছবি: এএফপি
>আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি না জেতার দুঃখ মেসিকেই সবচেয়ে বেশি পোড়ায়, এমনটাই মনে করেন সার্জিও আগুয়েরো

শুধু আর্জেন্টিনাই নয়, তর্কযোগ্যভাবে বিশ্বের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ই মানা হয় তাঁকে। ক্লাব ও ব্যক্তিগত সাফল্যের নিরিখে কোনো আর্জেন্টাইন তারকাই তাঁর ধারেকাছে নেই। কিন্তু এত কিছুর পরেও অর্জনের ভান্ডারে একটা বিরাট শূন্যতা আছে লিওনেল মেসির। সেটি দেশের হয়ে বিশ্বকাপ বা কোনো আন্তর্জাতিক ট্রফি না জেতা।

এটি বড় এক সমালোচনারই কারণ হয়েছে। নিন্দুকেরা বলেন, বার্সেলোনায় যেমন নিজের সবটুকু নিংড়ে দিলেও দেশের হয়ে তাঁর নিবেদনটা শতভাগ নয়। গোটা ক্যারিয়ারজুড়েই এই ‘অপবাদ’ সহ্য করতে হয়েছে মেসিকে। কিন্তু এমন অপবাদ কি মেসির প্রাপ্য? সতীর্থ সার্জিও আগুয়েরো তো এমন কিছুকে রীতিমতো অন্যায়ই মনে করেন।

টিওআইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয় বন্ধুর পাশেই দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার, ‘যারা আর্জেন্টিনার হয়ে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলে, আমি ওদের বুঝি না আসলে। দেশ ব্যর্থ হলে সবার আগেই মেসিই কষ্ট পায়।’

এত শত নিন্দা, সমালোচনার মধ্যেও মেসি বারবার জাতীয় দলকে সাহায্য করার জন্য ফিরে আসেন, আগুয়েরোর কণ্ঠে প্রশংসা ঝরে পড়েছে সেটার জন্যও, ‘এত কিছুর পরেও ও বারবার জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিরে আসে। আমরা যখন একটা ম্যাচ হারি, তখন সবাই-ই কষ্ট পাই, তবে ও পায় সবচেয়ে বেশি। তবে ফুটবলে হারজিত থাকবেই। খেলাটাই এমন।’ 
আর্জেন্টিনা দলে নতুন আসা খেলোয়াড়দের প্রশংসায়ও মুখর হয়েছেন আগুয়েরো। স্বপ্ন দেখছেন, তাঁদের হয়ে জাতীয় দলের হয়ে কিছু একটা জেতার, ‘আগে আমার মূল লক্ষ্য চলতি মৌসুম শেষ করা। তারপর আমাদের অখণ্ড মনোযোগ থাকবে কোপা আমেরিকা ও তারপর বিশ্বকাপের প্রতি। লিওনেল স্কালোনির অধীনে আমরা দল হিসেবে বেশ গুছিয়ে উঠেছি। দলটাও বেশ ভালো। আগামী কোপা আমেরিকাটা যেহেতু আর্জেন্টিনায় হবে, আমরা অনেক রোমাঞ্চিত। ট্রফিটা জেতার সম্ভাবনা আছে আমাদের।’