আর্জেন্টিনার আশা বাড়িয়ে বছর শুরু করলেন তিনি

এ মুহূর্তে মেসির যোগ্য সঙ্গী লাওতারো মার্তিনেজ।ছবি: রয়টার্স

হিগুয়েইন-আগুয়েরো কিংবা মিলিতো-পালাসিওদের যুগ শেষ। আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে এখন আর্জেন্টিনা দলে ডাকা হয় লাওতারো মার্তিনেজ, লুকাস আলারিওদের। মার্তিনেজ যে সঙ্গী হিসেবে ভালোই যোগ্য, সেটাও প্রমাণ করেছেন জাতীয় দলের জার্সি গায়ে বেশ কয়েকটা গোল করে। নতুন বছরের প্রথম ম্যাচে নিজের ক্লাব ইন্টার মিলানের হয়ে গত রাতে হ্যাটট্রিক করে এই স্ট্রাইকার আবারও জানিয়েছেন, বছর নতুন হলেও, তিনি ঠিক আগের মতোই ক্ষুরধার।

গত রাতে ইতালিয়ান সিরি ‘আ’–র খেলায় ক্রোতোনকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মিলান। তিন গোলের পাশাপাশি এক গোলে সহায়তাও করেছেন লাওতারো মার্তিনেজ। তিনটা গোল করেছেনও তিনভাবে। ডান পা, বাঁ পা, মাথা—তিন জায়গা থেকে এসেছে লাওতারোর তিন গোল। ‘পারফেক্ট হ্যাটট্রিক’ যাকে বলে আর কি! অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কারটা গেছে লাওতারোর ঘরে।

গোল স্কোরিং ক্ষমতা প্রমাণিত মার্তিনেজের।
ছবি: রয়টার্স

এই জয় নিয়ে পয়েন্ট তালিকায় নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে কিছুক্ষণের জন্য শীর্ষস্থানে উঠে গিয়েছিল ইন্টার। যদিও পরে বেনেভেন্তোকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে এসি মিলান। এই তিন গোল নিয়ে এবার লিগে লাওতারোর গোল হয়ে গেল ৯টি, ১৫ ম্যাচ খেলে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে মাত্র তিন গোলে পিছিয়ে আছেন এই আর্জেন্টাইন। তিনটা গোলে সহায়তাও করেছেন লাওতারো।

আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ২০১৮ সালে ইন্টারে যোগ দেওয়া এই স্ট্রাইকার এই প্রথম ইতালিয়ান লিগে হ্যাটট্রিক করলেন। ২০১৯ সালের ডিসেম্বরের পর কোনো লিগ ম্যাচে এই প্রথম দুইয়ের বেশি গোল করলেন ২৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার। লাওতারো আর বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু, এ দুজনের ওপর ভর করেই জুভেন্টাসের কাছ থেকে লিগ শিরোপা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ইন্টার মিলান। সঙ্গে লাওতারোর এমন ফর্ম আশাবাদী করে তুলছে আর্জেন্টাইন সমর্থকদেরও।