আর্জেন্টিনার ‘গোপন অস্ত্রে’র গোপন খবর ফাঁস

ক্রিস্টিয়ান পাভন, আর্জেন্টিনার এক দীর্ঘশ্বাসের নাম।
ছবি: ইনস্টাগ্রাম

বোকা জুনিয়র্সে দুর্দান্ত খেলছিলেন। ২০১৮ বিশ্বকাপের আগে তাই ক্রিস্টিয়ান পাভনকে নিয়ে তুমুল আলোচনা চলছিল। রাশিয়া বিশ্বকাপে সবাইকে চমকে দেবেন পাভন, এমনটাই দাবি করেছিল ইএসপিএন। একেবারে বলেই বসেছিল, বিশ্বকাপে আর্জেন্টিনার ‘গোপন অস্ত্র’ হয়ে উঠবেন এই ফরোয়ার্ড।

আড়াই বছরেই পথ হারিয়ে এখন নামই ভুলে যাওয়ার দশা পাভনের। বোকা জুনিয়র্স থেকে কোথায় ইউরোপে যাওয়ার কথা, সেখানে যুক্তরাষ্ট্রেও নজর কাড়তে পারেননি। এখন আবার বোকায় ফিরেও খেলার সুযোগ পাচ্ছেন না। আগামী মৌসুমে কোনো ক্লাব তাঁকে নেবে কি না, সেটাও বলতে পারছেন না।

এমন অনিশ্চয়তার সময়ে আরও বড় ধাক্কা খেয়েছেন পাভন। এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক নারী। বোকা জুনিয়র্সের ভক্ত সেই নারী তাঁর সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন। যথারীতি অভিযোগ অস্বীকার করেছেন পাভন।

ফুটবলের বৈশ্বায়নের যুগে এখন আর কোনো তরুণ প্রতিভা অচেনা থাকেন না। ব্রাজিল-আর্জেন্টিনার নতুন প্রতিভাদের তো বয়স ১৮ হওয়ার আগেই এখন টেনে নিতে চায় ইউরোপের ক্লাবগুলো। সারা বিশ্বের ফুটবলারদের ওপর নজর রাখার জন্য বড় স্কাউট দল সৃষ্টি করে রাখা হয়েছে। ফলে বিশ্বকাপের মতো মঞ্চে এখন আর পেলের মতো ১৭ বছর বয়সী কারও এসেই তাক লাগিয়ে দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।

এই নারীই অভিযোগ করেছেন পাভনের বিরুদ্ধে।
ছবি: ইনস্টাগ্রাম

বিশ্বকাপের আগে ইউরোপে পরিচিত মাউরো ইকার্দিকে না নিয়ে পাভনকে নেওয়ায় তাই বেশ উত্তেজনা ছড়িয়েছিল। কিন্তু হোর্হে সাম্পাওলির সে জুয়া কোনো কাজে লাগেনি। বিশ্বকাপে খুব কমই সুযোগ পেয়েছেন। আর সে সুযোগগুলোও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন পাভন। আর্জেন্টিনার জার্সিতে ১১টি ম্যাচ খেলা পাভন ২০১৮ সালের পর থেকে সেই যে পথ হারালেন, আর পথের দিশা পাননি।

মাঝে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে গিয়েছিলেন। এক বছর পর আবার ফিরেছেন বোকায়। এখন ২০২২ সাল পর্যন্ত বোকায় থাকবেন কি না, সেটারও ঠিক নেই।

মাঝে এক বছর বিরতি দিয়ে বোকা জুনিয়র্সে ফিরে দেখছেন, সেখানে আক্রমণভাগে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়েছে। মূল একাদশে তাঁকে নামানোর সম্ভাবনা খুব কম। তাই আবার এমএলএসে ফেরার চেষ্টা করছেন। এর মাঝেই আইনি ঝামেলা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে পাভনকে।

সময়টা ভালো যাচ্ছে না পাভনের।
ছবি: ইনস্টাগ্রাম

ম্যারিসোল ডয়েল নামের এক নারী পাভনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এই নারী দাবি করেছেন, কয়েক বছর আগে করদোবায় অবস্থানকালে তাঁকে যৌন নিপীড়ন করেছেন বোকা জুনিয়র্স ফরোয়ার্ড। এত দিন এ ঘটনায় চুপ করে থাকলেও ভেতরে ভেতরে এ ঘটনা কুরে কুরে খাচ্ছিল তাঁকে। তাই আর চুপ করে থাকেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চেয়েছেন। টিএনটি স্পোর্টস প্রথম সেই পোস্ট দেখে পাভনের বিরুদ্ধে যৌন হয়রানির এ অভিযোগ সবার সামনে তুলে ধরে।

ডয়েল তাঁর পোস্টে লিখেছিলেন, ‘এই ব্যক্তি এই ক্লাবে খেলার অধিকার রাখে না। সে যে বাজে কাজ করেছে, এর জবাব দিতে হবে। বিচারের কথায় তাদের কানে কি তালা লেগেছে? এক বছর আগে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। আমি যে অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছি, সেটা থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছি এবং যে ক্লাবের ভক্ত আমি, তাদের কাছে বিচার চাইছি। তাদের উচিত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া। আমি আর এমন ভণ্ডামি মেনে নিতে পারছি না। আমি আশা করি এবং বিশ্বাস করি, তারা এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

বোকা জুনিয়র্সের মতো ক্লাবের খেলোয়াড় পাভন। বিশ্বকাপেও খেলেছেন। এমন এক তারকার বিরুদ্ধে অভিযোগ তোলায় তাঁর যে ক্ষতি হতে পারে, এ ভয়ও ছিল ডয়েলের মনে। কিন্তু ধীরে ধীরে নিজের সে অসহায় অবস্থা কাটিয়ে উঠেছেন। এখন বিচারের দাবিতে যেকোনো কিছু করতে প্রস্তুত তিনি, ‘সে ঘটনার পর আমি খুব ভয়ে ছিলাম। (অভিযোগ তুললে) বদলা নেওয়ার ভয়। আমি জানতাম সে অনেক বিখ্যাত খেলোয়াড় এবং আমি আমার শহরে ফেরার সিদ্ধান্ত নিই। যত দিন গেছে, সবকিছু আরও কঠিন হয়েছে। এখন আমি আবার নিজেকে ফিরে পেয়েছি এবং এখন সঠিক বিচারের জন্য যা দরকার, সেগুলো করতে প্রস্তুত আমি।’

যৌন হয়রানির অভিযোগ খুব গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে এখন। কিছুদিন আগেই সান্তোসে ফিরেছিলেন রবিনিও। কিন্তু ব্রাজিলিয়ান এই ফুটবলারের বিপক্ষে ইতালিতে ধর্ষণের অভিযোগ থাকায় এবং তাতে তাঁর শাস্তি পাওয়ার ঘটনা জানার পরও এমন সিদ্ধান্তে সমাজকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। পরে ক্লাবের আর্থিক দুর্দশার মধ্যেও প্রায় মুফতে রবিনিওকে খেলানোর সুযোগ পেয়েও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিল ক্লাব। বোকা জুনিয়র্স কিংবা পাভনকে পেতে আগ্রহী এমএলএসের এলএ গ্যালাক্সিও এমন সিদ্ধান্ত নিতে পারে।

পাভন তাই ইনস্টাগ্রামে বেশ বড় এক পোস্ট করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে দেওয়া আইনি জবাবটাই তুলে ধরেছেন। সেখানে লেখা হয়েছে, ‘জনাব পাভনের বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা। এ কারণে এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে এই মামলার কৌঁসুলির কাছে সময়মতো প্রতিবাদ জানিয়েছেন।’