আলভেজ-মার্সেলোকে নিজের ক্লাবে চান রোনালদো

মার্সেলো ও দানি আলভেজ ; এবার একই দলে?ছবি : টুইটার

রিয়াল নামটার সঙ্গে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর যেন জন্ম-জন্মান্তরের সম্পর্ক। খেলোয়াড়ি জীবনে এক রিয়াল তাঁকে দিয়েছে কিংবদন্তির সম্মান, বুটজোড়া তুলে রাখার পর এখন হয়েছেন আরেক রিয়ালের সভাপতি।

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো স্ট্রাইকার রোনালদো এখন রিয়াল ভায়াদোলিদের সভাপতি। যে ভায়াদোলিদ সম্প্রতি স্পেনের শীর্ষ বিভাগে উঠে এসেছে আবার। এসেই দলে নামীদামি খেলোয়াড় আনার ব্যাপারে তোড়জোড় শুরু করেছেন রিয়াল ছাড়াও বার্সেলোনা, এসি মিলান, ইন্টার মিলান ও পিএসভিতে আলো ছড়ানো এই সাবেক স্ট্রাইকার।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএলএস্পোর্তে জানিয়েছে, দুই কিংবদন্তি ফুলব্যাক মার্সেলো আর দানি আলভেজকে দলে চাইছেন রোনালদো। নিজের দেশের খেলোয়াড় বলেই কি না, এই দুই ফুলব্যাকের প্রতি রোনালদোর টান একটু বেশিই।

কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদ-অধ্যায় শেষ করেছেন মার্সেলো। সজল চোখে জানিয়ে দিয়েছেন, ক্লাবের সঙ্গে দেড় দশকের সম্পর্কের ইতি টানতে চলেছেন তিনি। ওদিকে গত মৌসুমের শুরুতেই দ্বিতীয়বারের মতো বার্সেলোনায় নাম লেখানো দানি আলভেজ ছয় মাসের বেশি টিকতে পারলেন না জাভির পরিকল্পনায়। দুজনই চুক্তিহীন, ফলে ৩৯ বছর বয়সী আলভেজ ও ৩৪ বছর বয়সী মার্সেলোর জন্য দলবদল বাবদ কোনো ফি দিতে হবে না ভায়াদোলিদকে।

একসঙ্গে ব্রাজিলে খেললেও, ক্লাবে কখনও একসঙ্গে খেলেননি এই দুজন
ছবি : টুইটার

ইউওএলএস্পোর্তে জানিয়েছে, দুই কিংবদন্তির বেতন-বোনাস দিতেও সমস্যা হবে না ভায়াদোলিদের।

দানি আলভেজ ও মার্সেলো, দুজনই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নাম লেখানোর জন্য মরিয়া। আর নিয়মিত না খেললে ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া হবে না। আর এ ব্যাপারটাই দুজনকে পাওয়ার রাস্তাটা সহজ করে দেবে ভায়াদোলিদের জন্য। আর ভায়াদোলিদ যদি দুজনকে দলে টানতে পারে, তাহলে ইতিহাসের প্রথমবারের মতো আলভেজ ও মার্সেলো একই ক্লাবের হয়ে খেলবেন। জাতীয় দলে দুজনই একসময় নিয়মিত খেললেও ক্লাব অঙ্গনে দেখা যায়নি সেটা।

রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ট্রফিজয়ী খেলোয়াড় হয়ে ক্লাব ছেড়েছেন মার্সেলো। শুধু ভায়াদোলিদই নয়, এসি মিলানের মতো ক্লাবও চাইছে তাঁকে। ইতালিয়ান গণমাধ্যমগুলোর খবর, এর মধ্যেই এই লেফটব্যাককে বাৎসরিক ৩০ লাখ পাউন্ড বেতন প্রস্তাব দিয়ে রেখেছে সদ্য সিরি আ জেতা এই ক্লাব।

ওদিকে দানি আলভেজকে পাওয়ার জন্য মুখিয়ে আছে ব্রাজিলের ফ্লামেঙ্গো। অন্তত এক মৌসুমের জন্য হলেও আলভেজকে দলে আনতে চায় তারা।