আড়াই মাস পর মাঠে ফিরবেন নেইমাররা

নেইমার-এমবাপ্পেদের আবার দেখা যাবে কবে? ছবি: টুইটার
নেইমার-এমবাপ্পেদের আবার দেখা যাবে কবে? ছবি: টুইটার
>

আবার কবে থেকে দেখা যাবে নেইমার-এমবাপ্পেদের জাদু? জানিয়েছে ফরাসি লিগ কর্তৃপক্ষ

ডর্টমুন্ডের বিপক্ষে দর্শকশূন্য স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচটার পর আর মাঠে নামেননি নেইমার-এমবাপ্পেরা। বাকি সব পেশার মানুষদের মতো করোনাভাইরাসের দ্রুত বিস্তার ঘরবন্দী করে রেখেছে তাঁদেরও। কিন্তু এভাবে আর কত দিন?

অনির্দিষ্টকালের জন্য তো আর ফুটবল বন্ধ করে রাখা যায় না। কখনো না কখনো আবারও ফুটবল শুরু তো করতে হবেই। সেই শুরু করার জন্য একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে নেইমারদের লিগের কর্তৃপক্ষ। আগামী ১৭ জুন থেকে আবারও ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচগুলো খেলবেন নেইমাররা, জানিয়েছে ফরাসি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘লিগ দে ফুতবল প্রফেশনেল (এলএফপি)’।

গত শুক্রবার এলএফপির সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী ১৭ জুন থেকে শুরু হয়ে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই লিগ। তবে ম্যাচগুলো কী দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হবে নাকি হবে না, সেটা নিশ্চিতভাবে এখনো জানায়নি তাঁরা। ফলে একটা সন্দেহ থেকেই যাচ্ছে।

ফরাসি কাপের ফাইনাল আয়োজন করার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ জুন। পিএসজি ও সেঁত এতিয়েন মুখোমুখি হবে সে লড়াইয়ে। ওদিকে ফরাসি লিগ কাপের ফাইনাল খেলতে নেইমাররা মাঠে নামবেন ১১ জুলাই। মুখোমুখি হবেন অলিম্পিক লিওঁর।

প্রথমে ৩ জুন থেকে ফরাসি লিগের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে চাইলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুরু হওয়ার তারিখ ১৭ জুন নির্ধারণ করা হয়। একই দিন থেকে ফরাসি দ্বিতীয় বিভাগের ম্যাচগুলোও শুরু হবে। তবে এবার নেইমাররা দুটি লিগ ম্যাচের মধ্যে এক সপ্তাহের ব্যবধান পাবেন না। তিন দিন অন্তর অন্তর মাঠে নামতে হতে পারে তাঁদের। যদি এখনো পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়নি।

২৭ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিক মার্শেই। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রেনেঁ।