ইংলিশ লিগের ইতিহাসের সেরা স্ট্রাইকার আগুয়েরো?

আগুয়েরো ছাড়িয়ে গেছেন থিয়েরি অঁরিকেও। ছবি: এএফপি
আগুয়েরো ছাড়িয়ে গেছেন থিয়েরি অঁরিকেও। ছবি: এএফপি
>ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ফুলহামের বিপক্ষে গোল করে এক অনন্য রেকর্ড করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ছাড়িয়েছেন আর্সেনালের কিংবদন্তি ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরিকে।

আর্সেনালের ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরিকে তর্কযোগ্যভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা বিদেশি খেলোয়াড় মানা হয়। মানা হবে নাই-বা কেন? আর্সেনালের সর্বশেষ সোনালি সময় এসেছিল তো তাঁরই হাত ধরে। গোল করা বা করানো—দুই দিকেই অঁরি ছিলেন পটু। এখন যদি বলা হয় যে অঁরির মতো সাবেক কেউ না, বরং প্রিমিয়ার লিগের সেরা বিদেশি তারকা খেলছেন এখনো। কেমন লাগবে?

পরিসংখ্যান কিন্তু সেটাই বলছে। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন। মূলত আগুয়েরোর কাঁধে চড়েই লিভারপুলকে হারিয়ে আবারও লিগ জেতার স্বপ্নে বিভোর ম্যানসিটি। গতকাল ফুলহামের বিপক্ষেও গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা। আর এই গোল করার মাধ্যমে ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে ৩২৯ ম্যাচ খেলে ২২৮ গোল করা হয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকারের। সে গোলেই ছুঁয়েছেন অঁরিকে। আর্সেনালের হয়ে অঁরিও ঠিক ২২৮ গোলই করেছেন। তবে অঁরি ৪৮টি ম্যাচ বেশি খেলেছেন আগুয়েরোর চেয়ে! ভাবা যায়? এখন আগুয়েরোকে যদি প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা স্ট্রাইকার বলা হয়, খুব বেশি ভুল কি বলা হবে?

এই মৌসুমে এ নিয়ে ২৯ গোল করা হয়ে গেল তাঁর। আর মাত্র চারটা গোল করলে সিটির জার্সি গায়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটাও গড়ে ফেলবেন। পুরো ক্যারিয়ারে বিভিন্ন চোটের সঙ্গে যুঝতে থাকা আগুয়েরো পেপ গার্দিওলা আসার পরে সিটির হয়ে এভাবে জ্বলে উঠবেন, কে ভেবেছিল? লিভারপুলের সালাহ-মানে, টটেনহামের কেন, আর্সেনালের অবামেয়াং, চেলসির হ্যাজার্ডকে টপকে প্রিমিয়ার লিগে এই মৌসুমে ১৯ গোল নিয়ে আগুয়েরোই এখন সর্বোচ্চ গোলদাতা।

দুদিন আগে বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় আগুয়েরোকে রেখেছিলেন লিওনেল মেসি। প্রিয় বন্ধুর প্রশংসা পেয়ে ফুলহামের বিপক্ষে ম্যাচটাকেই রেকর্ড করার উপলক্ষ হিসেবে বেছে নিলেন। ফলে জ্বলেপুড়ে খাক হলো ফুলহাম। সিটির সঙ্গে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। ওদিকে আগুয়েরোর সঙ্গে পর্তুগিজ উইঙ্গার বার্নার্ডো সিলভার গোল মিলিয়ে ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে সিটি। সিটিও হেসেখেলে লিভারপুলকে টপকে লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে গেছে।