ইউনাইটেডের জার্সিতে রোনালদোকে দেখতে অপেক্ষা আরও ১৪ দিন

রোনালদোকে আবার দেখা যাবে ইউনাইটেডের জার্সিতেছবি: সংগৃহীত

নাটকের রোমাঞ্চ ছড়িয়ে পুনর্মিলনী লেখা ছিল সমাপ্তিতে। জুভেন্টাস থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার সিটিতে যাবেন বলে ভাবা হচ্ছিল, কিন্তু গতকাল চার ঘণ্টার মধ্যে চূড়ান্ত নাটকীয়তার শেষে পর্তুগিজ ফরোয়ার্ড ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। পেশাদার ক্যারিয়ারের শুরুতে যে জার্সিতে প্রথম তাঁর তারকা বনে যাওয়া।

তবে গতকালই রোনালদোকে ইউনাইটেডে ফিরতে দেখে যদি উচ্ছ্বসিত হয়ে থাকেন, রোনালদোর পুনরাভিষেক নিয়ে গুঞ্জনে ইউনাইটেড সমর্থকদের উচ্ছ্বাস কিছুটা রং হারাতে পারে। লাল রঙা জার্সিটাতে আরেকবার রোনালদোকে খেলতে দেখতে যে অপেক্ষা করতে হবে ‘নাইন ইলেভেন’ বা ১১ সেপ্টেম্বর পর্যন্ত!

কী নাটকই-না হলো কাল সারা দিনে! গত মাস দু-একে রোনালদোর সঙ্গে পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড...কত নাম জড়িয়েই-না গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, জুলাই পর্যন্ত লিওনেল মেসি ও রোনালদো দুজনের দিকেই নজর রেখে চলা পিএসজি মেসিকে পাওয়ার পর আর রোনালদোর ব্যাপারে আগ্রহী নয়। রোনালদো ফেরার আগ্রহ দেখালেও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেই এপ্রিলেই জানিয়ে রেখেছিলেন, রিয়ালে রোনালদোর ফেরার দরজা খুলবে না।

ম্যানচেস্টার ইউনাইটেডও এত দিন অবিশ্বাস্যরকম চুপ ছিল। কিন্তু পরশু যখন রোনালদো ম্যান সিটিতে যাচ্ছেন বলে প্রায় নিশ্চিত করে জানাচ্ছিল ইংল্যান্ডের সংবাদমাধ্যম, ইউনাইটেডের যেন ‘ইগো’তে লাগল!

বাংলাদেশ সময় গতকাল বিকেলে ইউনাইটেড কোচ সুলশার জানালেন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কোনো খেলোয়াড় কখনো ম্যানচেস্টার সিটিতে খেলা উচিত নয়। সঙ্গে এ-ও জানিয়ে দিলেন, রোনালদো জুভেন্টাস ছাড়তে চাইলে তাঁরা প্রস্তুত রোনালদোকে নেওয়ার জন্য।

রোনালদো ইউনাইটেডের হয়ে মাঠে নামার আগে পর্তুগালের হয়ে খেলার কথা
ছবি: এএফপি

পরশু রোনালদোর ম্যান সিটিতে যাওয়ার গুঞ্জন শুরু হওয়ার পর ইউনাইটেডের সাবেক অনেক খেলোয়াড় তো বটেই, ইউনাইটেডের কিংবদন্তি কোচ ও রোনালদোর ‘গুরু’ স্যার অ্যালেক্স ফার্গুসনও রোনালদোকে ফোন করে ইউনাইটেডে যেতে রাজি করালেন।

তাতেই গতকাল বিকেলে চার ঘণ্টার নাটকে ১৮০ ডিগ্রি বদলে গেল, ম্যান সিটি না গিয়ে রোনালদো লিখলেন প্রত্যাবর্তনের দারুণ গল্প। ফিরে এলেন তাঁর ‘ঘর’ ম্যানচেস্টার ইউনাইটেডে। দলবদলে আগেই জেডন সানচো ও রাফায়েল ভারানকে কেনা ইউনাইটেডের জন্যও দলবদল মৌসুমটা হয়ে গেল স্বপ্নের মতো!

কিন্তু স্বপ্নালু চোখে রোনালদো ও ম্যান ইউনাইটেড ভক্তরা যখন আরেকবার রোনালদোকে ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখার অপেক্ষায়, সে স্বপ্নে জল ঢালার মতো হয়ে এল স্প্যানিশ দৈনিক মার্কার খবর। মার্কা জানাচ্ছে, রোনালদোর ইউনাইটেড পুনরাভিষেক হবে ১১ সেপ্টেম্বর।

লিগে এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলা ইউনাইটেড আগামীকালই আবার মাঠে নামছে। উলভারহ্যাম্পটনের মাঠে রোনালদোর নামা প্রায় অসম্ভবই! একে তো রোনালদোর দলবদলের সব আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। ইউনাইটেড-জুভেন্টাস চুক্তি হলেও রোনালদোর স্বাস্থ্যপরীক্ষা এখনো হয়নি, তাঁর ব্যক্তিগত চুক্তির আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। উলভারহ্যাম্পটনের বিপক্ষে রোনালদোর খেলা তাই হচ্ছে না বলে ধরে নেওয়াই যায়!

ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ায় দলবদল মৌসুমটা স্বপ্নের মতো কাটল ইউনাইটেডের
ফাইল ছবি: এএফপি

তারওপর জুভেন্টাসে সর্বশেষ অনুশীলন সেশনে বাহুতে চোট নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদো। যদিও সে চোট কতটা গুরুতর, আর কতটা রোনালদোর ক্লাব ছাড়ার ইচ্ছা জানানো, সেটি নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। ক্লাব ছাড়তে চাওয়া খেলোয়াড়েরা অনেক সময়ই চোটকে অজুহাত বানিয়ে অনুশীলন থেকে বিরত থাকেন কিনা! কিন্তু সেসব তো সংবাদমাধ্যমের গুঞ্জন, রোনালদোর চোট আসলে কতটা গুরুতর, সেটি তো রোনালদো আর ম্যান ইউনাইটেডের চিকিৎসকেরাই বুঝবেন।

তাহলে উলভারহ্যাম্পটন ম্যাচে না হলে, ইউনাইটেডের পরের ম্যাচ কবে? সেখানে অপেক্ষার বার্তা নিয়ে আসছে আন্তর্জাতিক বিরতি। লিগগুলোতে এই সপ্তাহের পরই শুরু হবে জাতীয় দলগুলোর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। সেটি শেষে ইউনাইটেডের পরের ম্যাচ ১১ সেপ্টেম্বর, লিগে নিউক্যাসলের বিপক্ষে। ম্যাচটা ওল্ড ট্রাফোর্ডে বলে ইউনাইটেড সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সেদিন হবে রোনালদোর অভিষেক, এমনটাই ভাবা হচ্ছে।