‘ইউরোপে সবাই রিয়াল মাদ্রিদকে ভয় পায়, রিয়াল ভয় পায় বার্সাকে’

গত মার্চে ক্লাসিকোতে রিয়ালকে বিধ্বস্ত করেছিল বার্সাছবি: রয়টার্স

এমনিতেই রিয়াল মাদ্রিদ স্পেন আর ইউরোপে ইতিহাসের সেরা, তার ওপর এই মৌসুমে রিয়াল মাদ্রিদের একের পর এক প্রত্যাবর্তনের পর ক্লাবটাকে নিয়ে এমন কথা হয়তো বেশির ভাগ মানুষের কাছে আরও বেশিই অবিশ্বাস্য লাগবে। তবে কথাটা যখন আসে বার্সেলোনারই সাবেক কোনো খেলোয়াড়ের কাছ থেকে, হয়তো তখন বুঝে নেওয়া যায় কথাটার উদ্দেশ্য কী।

কী কথা? বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড, ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি বলছেন, ইউরোপের সব ক্লাব রিয়ালকে ভয় পেলেও রিয়াল ভয় পায় বার্সাকে!

কথাটা অঁরি কী বোঝাতে বলেছেন, সেটি না জানলে কথাটাকে এ মুহূর্তে হাস্যকরই মনে হবে। ইতিহাস আর শিরোপার বিবেচনায় রিয়ালের চেয়ে অনেক পিছিয়ে বার্সেলোনা, ইউরোপের সর্বোচ্চ মঞ্চে সাফল্যের বিচারে তো বটেই! রিয়ালের চ্যাম্পিয়নস লিগ ১৩টি, বার্সার তার অর্ধেকেরও কম—৫টি। স্প্যানিশ লিগেও রিয়ালের শিরোপা ৩৫টি, বার্সার ২৬টি।

আমার মনে হয় লিভারপুলই চ্যাম্পিয়নস লিগ জিতবে। ওরা মাদ্রিদের চেয়ে শক্তিশালী
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে থিয়েরি অঁরির ভবিষ্যদ্বাণী

আর এ মৌসুমে দুই দলের তুলনা? রিয়াল ৩৫তম লিগ শিরোপাটি জয়ের পর এখন ১৪তম চ্যাম্পিয়নস লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে, উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।

অন্যদিকে, লিগে এ মুহূর্তে রিয়ালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সা এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বেই বাদ পড়েছে, এরপর ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগেও কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে।

তবে গত মার্চে লিগে দ্বিতীয় এল ক্লাসিকোতে রিয়ালকে রিয়ালেরই মাঠে গিয়ে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে, এ-ই যা মৌসুমে বার্সেলোনার হাইলাইট। সেটির কারণেই কি অঁরির এমন কথা?

সম্ভবত এই মৌসুমে বার্সেলোনার সবচেয়ে বড় প্রাপ্তি। একমাত্র প্রাপ্তিও কি?
ছবি: রয়টার্স

আর্সেনালে কিংবদন্তিতুল্য সাফল্যের পর ২০০৭ সাল থেকে বার্সেলোনায় তিন বছর কাটানো ফরাসি কিংবদন্তি ফরোয়ার্ড অবশ্য কথাটা বলেছেন কৌতুকের সুরেই।

সিবিএস স্পোর্টসে অঁরি মুচকি হাসিতে বললেন, ‘ইউরোপে সব ক্লাবই রিয়াল মাদ্রিদকে ভয় পায়, আর রিয়াল মাদ্রিদ ভয় পায় বার্সেলোনাকে।’ বটে!

মাদ্রিদের সমর্থকদের অবশ্য অঁরির আরেকটা কথায়ও গোসসা হতে পারে। এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ লড়বে লিভারপুলের সঙ্গে। ২৮ মে প্যারিসের সেই ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণীতেও রিয়ালকে পিছিয়ে রাখছেন অঁরি, ‘আমার মনে হয় লিভারপুলই চ্যাম্পিয়নস লিগ জিতবে। ওরা মাদ্রিদের চেয়ে শক্তিশালী।’