ইউরোর পথে আরেকটু এগিয়ে রোনালদোরা

গ্রুপ বি তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। ছবি : এএফপি
গ্রুপ বি তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। ছবি : এএফপি
>

গত রাতে সার্বিয়াকে তাদের মাঠেই ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ফলে ২০২০ ইউরো খেলার পথে আরেকটু এগিয়ে গেল তারা।

ম্যাচের আগে সার্বিয়ার কোচ লিউবিসা তুম্বাকোভিচ কী ভাবছিলেন কে জানে!

বর্তমান সময়ে সার্বিয়ার সবচেয়ে বড় দুই তারকা—রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার লুকা ইয়োভিচ ও লাজিও মিডফিল্ডার সার্গেহ মিলিঙ্কোভিচ-সাভিচ। এই দুজনকে বাদ দিয়েই পর্তুগালের বিপক্ষে নিজেদের মাঠে একাদশ ঘোষণা করে দিয়েছিলেন তিনি। প্রতিপক্ষের সবচেয়ে বড় দুই তারকাকে মাঠে না দেখে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস হয়তো মুচকি হাসছিলেন! ম্যাচের পর সান্তোসের হাসিটা আরও বড় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। সার্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে ইউরো বাছাইপর্বে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। ৩ ম্যাচে ৫ পয়েন্ট হয়ে গিয়েছে তাদের। যদিও ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ইউক্রেনের চেয়ে ২ ম্যাচ কম খেলেছে তারা।

৪২ মিনিট পর্যন্ত উদ্যমী পর্তুগালকে আটকে রাখতে পেরেছিল সার্বিয়া। ৪২ মিনিটে গোল করেন রিয়াল বেতিসের মিডফিল্ডার উইলিয়াম কারভালহো। পর্তুগাল প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়ার উইঙ্গার গনকালো গেদেস। দুই গোল খেয়ে যেন আড়মোড়া ভেঙে জেগে ওঠে সার্বিয়া। আয়াক্স তারকা দুসান তাদিচের সহায়তায় সার্বিয়ার হয়ে ব্যবধান কমান ফিওরেন্টিনার ডিফেন্ডার নিকোলা মিলেঙ্কোভিচ। কিন্তু ৮০ মিনিটে আবারও দলকে দুই গোলের ব্যবধান এনে দেন পর্তুগালের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গোল সহায়তা করেন ম্যানচেস্টার সিটির তারকা বার্নার্দো সিলভা। ৮৫ মিনিটে তাদিচের আরেক সহায়তায় গোল করেন স্ট্রাইকার আলেকসান্দার মিত্রোভিচ। আর এক গোল দিতে পারলেই পর্তুগালের সঙ্গে ড্র করে ফেলবে সার্বিয়া।

এমন অবস্থায় রিয়ালের স্ট্রাইকার লুকা ইয়োভিচের কথা মনে পড়ল সার্বিয়া কোচ তুম্বাকোভিচের। মাঠে নামানো হলো ইয়োভিচকে। কিন্তু তাও দলের হার এড়াতে পারেননি ইয়োভিচ। এবার আর সহায়তা নয়, সরাসরি গোল করে বসলেন পর্তুগালের বার্নার্দো সিলভা। পর্তুগালও মাঠ ছাড়ল ৪-২ গোলের স্বস্তির এক জয় নিয়ে।

রোনালদোর দল জিতলেও চিন্তা বেড়েছে বার্সেলোনার। এই ম্যাচে গোড়ালির চোটে পড়েছেন বার্সার রাইটব্যাক নেলসন সেমেদো। ম্যাচের শেষ আধা ঘণ্টা সেমেদোর জায়গায় নামানো হয়েছিল ম্যানচেস্টার সিটির নতুন রাইটব্যাক হোয়াও ক্যানসেলোকে। এমনিতেই বার্সায় কার্যকরী রাইটব্যাকের অভাব, তার ওপর চোটে পড়ে এখন যদি সেমেদোও সাইডলাইনে চলে যান, ভালোই ভুগতে হবে ভালভার্দেকে।