ইতালিতে সাবেক বার্সা তারকার ইতিহাস

বার্সেলোনার পেদ্রোছবি: রয়টার্স

বার্সেলোনা ও স্পেনের সোনালি সময়ের অন্যতম সাক্ষী পেদ্রো। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, কার্লোস পুয়োল, দানি আলভেজের সঙ্গে জিতেছেন একের পর এক শিরোপা। সে শিরোপা তালিকায় বিশ্বকাপ থেকে শুরু করে ইউরো, চ্যাম্পিয়নস লিগ, লিগ, কাপ—কী নেই!

ইতিহাসের সঙ্গে পেদ্রোর গাঁটছড়া আজকের নয়। বার্সেলোনা অধ্যায় শেষ করেছেন বহু আগেই, পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে, চেলসির হয়ে খেলতে। সেখানেও একই কাহিনি—শিরোপা জিতেছেন। স্পেন-ইংল্যান্ড জয় করে গত মৌসুমে এসেছিলেন ইতালিতে, এএস রোমার হয়ে খেলতে। রোমাতেই বরং এই এক বছর ছিলেন খালি হাতে। এবার বলতে গেলে অবিশ্বাস্য এক কাণ্ডই ঘটিয়ে ফেললেন। রোমা থেকে সরাসরি যোগ দিয়েছেন লাৎসিওতে।

রোম শহরের দুই ক্লাব রোমা ও লাৎসিওর শত্রুতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই দুই দল যখন ডার্বি খেলতে মুখোমুখি হয়, শহরবাসী দুভাগে ভাগ হয়ে যায়। উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এক দলের খেলোয়াড়-সমর্থকদের আরেক দল মোটেও সহ্য করতে পারে না। তাই দুই দলেই খেলেছেন, এমন খেলোয়াড়দের সংখ্যা হাতেগোনা। এই দুই ক্লাবের এক ক্লাব থেকে আরেক ক্লাবে সরাসরি যোগ দিয়েছেন, এমন খেলোয়াড়ের সংখ্যা আরও কম।

পেদ্রো সেই কাজটাই করেছেন, গড়েছেন ইতিহাস। প্রথম বিদেশি হিসেবে সরাসরি রোমা থেকে লাৎসিওতে যোগ দিয়েছেন এই উইঙ্গার। সব মিলিয়ে সরাসরি রোমা থেকে লাৎসিওতে যোগ দেওয়া খেলোয়াড়ের সংখ্যা দুই। আরেকজন ইতালির, ডিফেন্ডার সের্হিও পেত্রেল্লি।

চেলসিতেও শিরোপা জিতেছেন
ফাইল ছবি

আরেক বিদেশি, সুইডিশ স্ট্রাইকার আর্ন সেলমোসনও দুই ক্লাবের হয়ে খেলেছেন পরপর, তবে তিনি প্রথমে খেলেছিলেন লাৎসিওর হয়ে। সে হিসাবে পেদ্রোর কৃতিত্ব অনন্য। ১৯৮২ সালের পর এই প্রথম সরাসরি এই দুই ক্লাবের মধ্যে খেলোয়াড়ের আনাগোনা হলো। সেবার রোম থেকে লাৎসিওতে গিয়েছিলেন ইতালিয়ান ডিফেন্ডার কার্লো পেরোন।

লাৎসিওতে পরিচিত কোচের অধীনেই খেলবেন পেদ্রো। মরিজিও সারির অধীনে এর আগে চেলসিতেও খেলেছেন এই স্প্যানিশ উইঙ্গার। জোসে মরিনিও রোমার দায়িত্বে আসার পর বেশ কিছু খেলোয়াড়কে নিজের পরিকল্পনার মধ্যে রাখেননি, তাঁদের মধ্যেই এই পেদ্রো একজন। মরিনিওর ফেলে দেওয়া রত্নই এখন জ্বলজ্বল করবে সারির হাতে।

পেদ্রোকে দেওয়া হয়েছে ৯ নম্বর জার্সি। ক্যারিয়ারে এর আগে কখনো এই জার্সি পরে না–খেলা পেদ্রো ৯ নম্বর পরে কী করতে পারেন, সেটাই দেখার আগ্রহ থাকবে লাৎসিও–সমর্থকদের।


পেদ্রোকে দলে টানার জন্য কোনো দলবদল ফি দিতে হয়নি লাৎসিওকে। ফ্রি ট্রান্সফারে এই স্প্যানিশ উইঙ্গারকে দলে ভিড়িয়েছে তারা। রোমে যা বেতন পেতেন, লাৎসিওতেও তাই-ই পাবেন পেদ্রো।