ইতিহাস ডাকছে রোনালদোকে

ক্রিস্টিয়ানো রোনালদোছবি: রয়টার্স

জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা গতকালই কাগজে-কলমে পাকা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইরানের আলী দাইয়িকে ছাড়িয়ে পর্তুগিজ মহাতারকা আজ পাকাপাকিভাবে নিজের করে নিতে পারেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও। বিশ্বকাপ বাছাইপর্বে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে একটি গোল পেলেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।

গত জুনে ইউরোর গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেই দাইয়ির ১০৯ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন সিআর সেভেন। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের কাছে পর্তুগালের বিদায় অপেক্ষা বাড়িয়েছিল রোনালদোর। আড়াই মাস পর আজ ঘরের মাঠ এস্তাদিও আলগ্রেভে রেকর্ডটা নিজের করে নেওয়ার সুযোগ তাঁর সামনে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবেন আজ।
ছবি: এএফপি

‘এ’ গ্রুপের ম্যাচটি খেলতে গত পরশুই দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনালদো। বিশ্ব রেকর্ডের আঁচ টের পাচ্ছেন তাঁর সতীর্থরাও। পর্তুগালের মিডফিল্ডার গনসালো গেদেস কথাতেই সেটি পরিষ্কার, ‘রেকর্ড ভাঙতে তাঁকে সাহায্য করতে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা সবই করব।’

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য রেকর্ড নিয়ে বেশি মাথা ঘামাতে নারাজ, ‘এই ম্যাচের এই রেকর্ডের ভূমিকা কী হবে? কিছুই না। আমরা শুধু আয়ারল্যান্ডের ম্যাচটি নিয়েই ভাবছি।’

সান্তোস মনোযোগ দিন বা না দিন, আজ পুরো ফুটবল বিশ্বই তাকিয়ে থাকবে এস্তাদিও আলগ্রেভে। এই ম্যাচের আগে খেলা তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে রোনালদোরা আছেন গ্রুপের শীর্ষে।

আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। বসনিয়ার বিপক্ষে খেলবে ফরাসিরা। বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়া খেলবে রাশিয়ার বিপক্ষে। ওসলোতে আর্লিং হরলান্ডের নরওয়ে আতিথেয়তা দেবে নেদারল্যান্ডসকে।