ইতিহাসের সামনে মরিনিও

রোমার কোচ জোসে মরিনিওছবি : রয়টার্স

আর একটা ম্যাচ জিতলেই ইতিহাস!

এক সময় যেসব কোচদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতেন, সেই পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপ কিংবা কার্লো আনচেলত্তির চেয়ে জোসে মরিনিও খানিকটা পিছিয়েই গিয়েছেন। গার্দিওলা-ক্লপ এখনও ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতি মৌসুম শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করেন, আনচেলত্তি আর ক্লপ কিছুদিন পরেই লড়বেন ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ জেতার সম্মান অর্জন করে নেওয়ার লক্ষ্যে।

কিন্তু মরিনিও? চেলসি, রিয়াল মাদ্রিদ কিংবা ইন্টার মিলানের হয়ে একের পর এক সাফল্য পাওয়া এই কোচ খানিকটা আড়ালেই পড়ে গিয়েছেন যেন। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহামের পাট চুকিয়ে ফিরে গেছেন ইতালিতে, দায়িত্ব নিয়েছেন এএস রোমা।

যে কোচ দুটি আলাদা আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার কৃতিত্ব রচনা করেছিলেন এককালে, সেই কোচই এখন রোমাকে নিয়ে লড়াই করেন তৃতীয় সারির ইউরোপীয় প্রতিযোগিতা উয়েফা কনফারেন্স লিগ জেতার লক্ষ্যে। সম্মান ও মর্যাদার দিক দিয়ে যে শিরোপাটা চ্যাম্পিয়নস লিগের মতো শীর্ষস্থানীয় প্রতিযোগিতার তুলনায় বেশ খানিকটা পিছিয়েই।

সর্বশেষ ইউনাইটেডের হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতা জিতেছেন মরিনিও
ছবি: টুইটার

এবার সে প্রতিযোগিতারই ফাইনালে রোমাকে তুলেছেন মরিনিও। প্রতিপক্ষ ডাচ ক্লাব ফেইনুর্দ। আজ দিবাগত রাত একটায় আলবেনিয়ার অ্যারেনা কমবাতেরেতে কনফারেন্স লিগের শিরোপা জেতার জন্য লড়বে এই দুই ক্লাব। আর ম্যাচটা জিতলেই, ইতিহাসের অংশ হয়ে যাবেন মরিনিও। প্রথম কোচ হিসেবে তিনটি আলাদা আলাদা পর্যায়ের ইউরোপীয় শিরোপা জেতার কৃতিত্ব গড়বেন তিনি। এফসি পোর্তো আর ইন্টারকে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন আগেই, পোর্তো আর ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতিয়েছেন উয়েফা কাপও (বর্তমানে যা ইউরোপা লিগ নামে পরিচিত)।

বাকি ছিল শুধু এই কনফারেন্স লিগটাই। সে চক্রও পূরণ হয়ে যাবে যদি আজ ফেইনুর্দকে হারাতে পারে রোমা। এর আগে তিনটি আলাদা আলাদা দলকে নিয়ে চারবার ইউরোপীয়ান প্রতিযোগিতার ফাইনালে উঠে জয়ের স্বাদ পেয়েছেন মরিনিও। লক্ষ্য এবার পরিসংখ্যানটা আরেকটু সমৃদ্ধ করা। মরিনিওর নিজের মাথাতেও বেশ ভালোভাবেই ঘুরছে বিষয়টা, 'আমি জিতলে প্রত্যেকটা ইউরোপিয়ান শিরোপা জেতা প্রথম কোচ হব। যদি আমি জিতি আরকি।'

গত বছর রোমার দায়িত্ব নিয়েছিলেন মরিনিও
ছবি : রয়টার্স

২০০৩ সালে স্কটিশ ক্লাব সেল্টিককে হারিয়ে মরিনিওর পোর্তো উয়েফা কাপ জেতে। পরের বছরই ফরাসি ক্লাব মোনাকোকে হারিয়ে জিতে নেয় চ্যাম্পিয়নস লিগ। ২০১০ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইন্টারকে মিলানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের স্বাদ পান মরিনিও। ২০১৭ সালে আয়াক্সকে হারিয়ে মরিনিওর ইউনাইটেড জেতে ইউরোপা লিগ।

তবে রোমা ফাইনাল জিতুক বা না জিতুক, নিজে ইতিহাসের অংশ হন বা না হন, মরিনিওর কাছে এই মৌসুমে দলের পারফরম্যান্স বেশ ইতিবাচক মনে হচ্ছে, 'আমি কোনো জাদুমন্ত্রের ওপর বিশ্বাস করি না। ফাইনালে ওঠার পর এখন আর ওভাবে বিশেষ কিছু করার নেই। শুধু একটা দল হয়ে খেলতে হবে আমাদের। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখতে হবে, সীমাবদ্ধতাগুলো জেনে রাখতে হবে। ফাইনালে যা-ই হোক না কেন, মৌসুমটা আমাদের জন্য বেশ ইতিবাচক ছিল।'