‘ইয়ো ইয়ো’ যুগে বাংলাদেশ দল

আজ নতুন কিছু দেখল বাংলাদেশ।
ছবি: বাফুফে

বিশ্ব ফুটবলে অনেক আগে থেকেই জনপ্রিয়তা পেয়েছে ফিটনেস পরীক্ষা ইয়ো ইয়ো। তবে বাংলাদেশের ফুটবলে এর চলন তেমন নেই বললেই চলে। ২০১৮ সালে আরামবাগের কোচ মারুফুল হক একবার নিয়েছিলেন ফিটনেসের আধুনিক এই পরীক্ষাটি। এ ছাড়া আর কোনো দলে ইয়ো ইয়ো পরীক্ষা নেওয়া হয়েছে বলে শোনা যায়নি।

জাতীয় ফুটবল দল আজ ঢুকে গেল ইয়ো ইয়ো যুগে। কাতারে অবস্থান করা ফুটবলাররা আজ ইয়ো ইয়ো পরীক্ষা দিয়েছেন। বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ফিটনেস পরীক্ষাটি নিয়েছেন নতুন অস্ট্রেলিয়ান ফিটনেস কোচ ইভান রাজলগ। বিশ্বস্ত সূত্রমতে, জামাল ভূঁইয়া ও তপু বর্মণ সর্বোচ্চ স্কোর করেছেন। জাতীয় দলের ফুটবলারদের ফিটনেসের অবস্থান বোঝার জন্য এত দিন কুপার ও বিপ টেস্টই ছিল ভরসা।

চলছে ইয়ো ইয়ো টেস্ট।
ছবি: বাফুফে

প্রথমবারের মতো ইয়ো ইয়ো টেস্ট সম্পর্কে দলের ফিটনেস কোচ ইভান রাজলগ বলেন, ‘পুরো দলের ফিটনেস কী অবস্থায় আছে, সেটা বুঝতে আজ ইয়ো ইয়ো টেস্ট করা হয়েছে। আমি এখানে আসার আগে বিপ টেস্ট করা হয়েছিল খেলোয়াড়দের। কিন্তু সেটির চেয়ে ইয়ো ইয়ো টেস্ট বেশি সহায়ক। পরীক্ষার ফল যা এসেছে, তাতে আমরা খুশি। এখন কোচদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

মুজিব বর্ষ আন্তর্জাতিক সিরিজে নেপালের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছে স্ট্রাইকার সুমন রেজার। জাতীয় দলের সঙ্গে এই প্রথম বিদেশ সফরে আছে তিনি। কাল অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমরা ইয়ো ইয়ো টেস্ট দিয়েছি। সবাই মোটামুটি ভালো করেছি। সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি ম্যাচের আগে পুরো ফিট হয়ে যাব।’

ইয়ো ইয়ো টেস্ট বেশি সহায়ক খেলোয়াড়দের জন্য।
ছবি: বাফুফে

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ৪ ডিসেম্বর। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ম্যাচ উপলক্ষে কাল ঢাকা থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন সহকারী কোচ মাসুদ কায়সার। বিমানবন্দরের করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ এলেও কোয়ারেন্টিনে থাকায় দলের অনুশীলনে আজ নামা হয়নি তাঁর।

দ্বিতীয় দিনের মতো আজ মাঠের অনুশীলন করেছেন জামালরা। রোববার অন্যলোকে চলে যাওয়া বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি বাদল রায়ের স্মরণে অনুশীলন শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন ফুটবলাররা। সেখান থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘এই খবর শোনার পর থেকে আমরা সবাই শোকাহত। আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি। তিনি আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন। খেলোয়াড়দের অনেক সহযোগিতা করতেন।’ বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘দেশবাসীর মতো আমিও অনেক মর্মাহত ও দুঃখিত। ভালো থাকবেন কিংবদন্তি।’