উয়েফার মৌসুম–সেরা গোল ইরানি স্ট্রাইকারের

বাইসাইকেল কিকে গোল করছেন পোর্তো স্ট্রাইকার মেহদি তারেমিছবি: রয়টার্স

ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের সেরা ১০ গোলের সংক্ষিপ্ত তালিকা আগেই করেছিল উয়েফা। ফুটবলপ্রেমীদের ভোটে নির্বাচিত মৌসুমের সেরা গোলদাতার নাম কাল জানিয়েছে তারা।

২০২০-২১ মৌসুমের সেরা গোলের (গোল অব দ্য সিজন) পুরস্কার পেয়েছেন পোর্তোর ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। দ্বিতীয় সেরা গোল ইতালি তারকা লরেঞ্জো ইনসিনিয়ে ও তৃতীয় সেরা গোল রেঞ্জার্সের উইঙ্গার কেমার রোফের।

গত ১৩ এপ্রিল সেভিয়ায় চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে চেলসির বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করেছিলেন তারেমি।

ডান দিক থেকে ভেসে আসা দূরপাল্লার ক্রসে শূন্যে ভেসে ১২ গজ দূর থেকে বাইসাইকেল কিক করেন তারেমি। বলটি চেলসি ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে আশ্রয় নেয় জালে।

পোর্তো সে ম্যাচ ১-০ গোলে জিতলেও শেষ চারে উঠতে পারেনি। দুই লেগ মিলিয়ে শ্রেয়তর গোল ব্যবধানের জয়ে চেলসি ওঠে সেমিফাইনালে এবং পরে শিরোপাও জিতে নেয় ইংলিশ ক্লাবটি।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটে ‘মৌসুমের সেরা গোল’ বেছে নেওয়ায় ভোট পড়েছে ছয় লাখের বেশি। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছেন তারেমি।

সর্বশেষ ইউরোয় বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইতালি উইঙ্গার ইনসিনিয়ের বাঁকানো শটে করা গোলটি হয়েছে দ্বিতীয় সেরা। ওই গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় পরে ইউরো জিতে নেওয়া ইতালি।

ইউরোপা লিগের গ্রুপ পর্বে স্ট্যান্ডার্ড লিয়েগের বিপক্ষে মাঝমাঠ থেকে রোফের করা গোলটি তৃতীয় সেরা। উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে গত বছরের অক্টোবর থেকে এ বছরের জুলাই পর্যন্ত গোলগুলো বিবেচনা করা হয়েছে।