২০২১–এ গোল করায় এগিয়ে যাঁরা

এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভাডফস্কিছবি: রয়টার্স

গোল, গোল আর গোল। ফুটবল গোলের খেলা। এ খেলায় গোলদাতারাই নায়ক। মানুষ দিন শেষে, মাস শেষে, বছর শেষে এই গোলদাতাদেরই বেশি মনে রাখে। এই মুহূর্তে ফুটবল বিশ্বে আছেন বেশ কয়েকজন ‘গোলমেশিন’। বিশেষ করে বলতে হবে রবার্ট লেভানডফস্কি, আর্লিং হরলান্ড, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে বা ক্রিস্টিয়ানো রোনালদোদের কথা। রোনালদোর বয়স এখন ৩৬ বছর, মেসির ৩৪। কিন্তু এ বয়সেও তাঁরা বাকিদের সঙ্গে পাল্লা দিয়ে  গোল করে যাচ্ছেন তাঁরা।

জাতীয় দল ও ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন আর্লিং হরলান্ড
ছবি: এএফপি

২০২১ সালটা শেষের অধ্যায়ে ঢুকে পড়েছে। এই বর্ষপঞ্জিতে গোল করার দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছেন লেভাডফস্কি। তাঁর সঙ্গে এ লড়াইয়ে আছেন হরলান্ড, মেসি, রোনালদো আর এমবাপ্পে। এ বছরে এখন পর্যন্ত জাতীয় দল আর ক্লাবের জার্সিতে গোল করায় কার অবস্থান কী সেটা এক নজরে দেখে আসা যাক।

এই মুহূর্তে বছরে বেশি গোল করাদের তালিকায় সবার ওপরে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি। জাতীয় দল আর ক্লাব মিলিয়ে এখন পর্যন্ত ৪৫টি গোল করেছেন লেভা। তিনি বুন্দেসলিগার নতুন মৌসুমেও আছেন দুর্দান্ত ছন্দে। চলতি মৌসুমে লিগে ৪ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সেন্টার ফরোয়ার্ডদের একজন লেভা।

পিএসজির হয়ে এখনো পর্যন্ত কোনো গোল করতে না পারলেও দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি
ফাইল ছবি: রয়টার্স

এ বছরের সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার হরলান্ড। জাতীয় দল ও ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত তাঁর গোল সংখ্যা ৩৮টি। ২১ বছর বয়সী স্ট্রাইকারও বুন্দেসলিগার নতুন মৌসুমের শুরুটা করেছেন দুর্দান্ত, ৪ ম্যাচে তাঁর গোল ৫।

কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাবের হয়ে করেছেন ৩৩ গোল
ছবি: রয়টার্স

হরলান্ডের পর অবস্থান এ মৌসুমেই বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখানো মেসি। জাতীয় দল আর ক্লাবের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা মেসি এখন পর্যন্ত সব মিলিয়ে করেছেন ৩৬ গোল। পিএসজির হয়ে অবশ্য এখনো কোনো গোল পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্যারিসের দলটিতে নাম লেখানোর পর এখনো পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন মেসি।

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আবার ফেরার ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো
ছবি: রয়টার্স

মেসির পর চতুর্থ স্থানে আছেন তাঁর পিএসজি-সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। সব মিলিয়ে ৩৩ গোল করেছেন তিনি। এ বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের হয়ে কোনো গোল করতে না পারলেও লিগ ‘আঁ’তে ৪ ম্যাচে করেছেন ৩ গোল। এই তালিকায় পাঁচ নম্বরে আছেন রোনালদো। এমবাপ্পের চেয়ে দুটি গোল কম করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডে স্বপ্নের মতো পুনরাভিষেক হওয়া রোনালদো সম্প্রতি আলী দাইয়িকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের (১১১) রেকর্ডটি নিজের করে নিয়েছেন।