এইবার এইবারও তছনছ বেনজেমায়

বেনজেমার বয়স যেন দিন দিন কমছে!ছবি : রয়টার্স

লুকা মদরিচের বয়স ৩৫ বছর। তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো উচিত কি না, সেই জবাব সম্ভবত কাল রাতেই পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত খেলেছেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। একটি গোল করার পাশাপাশি খেলা বানিয়েছেন, এইবার খেলোয়াড়দের পা থেকে বলও কেড়েছেন। মদরিচ কি ফিরে গেছেন নিজের সেরা সময়ে?

একই প্রশ্ন করিম বেনজেমাকে ঘিরেও। কাল লা লিগায় এইবারের মাঠে রিয়াল মাদ্রিদের ৩-১ গোলে জয়ের পর কোচ জিনেদিন জিদানের ভাষ্য, ‘বেনজেমা এখন সম্পূর্ণ অন্য মাত্রার খেলোয়াড়।’ নিজে একটি গোল করার পাশাপাশি মদরিচ ও লুকাস ভাসকেজকে দিয়েও গোল করিয়েছেন বেনজেমা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও ফরাসি ফরোয়ার্ডের খেলার ভূয়সী প্রশংসা করেছিলেন জিদান। ফরাসি ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকারের আখ্যা দিয়েছিলেন নিজের প্রিয় এই শিষ্যকে।

ম্যাচে ১৫ মিনিটের মধ্যে এইবারের রক্ষণ তছনছ করে ছাড়ে রিয়াল। ৬ মিনিটে রদ্রিগোর পাস থেকে বেনজেমার গোলটি ছিল যেকোনো ফরোয়ার্ডের জন্য ‘রুটিন ফিনিশ’। ১৩ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে গোল করান মদরিচকে দিয়ে।

খেলায় ফেরার সুযোগ এইবারও পেয়েছে। ২৮ মিনিটে কিকে গার্সিয়ার দুর্দান্ত গোলে ফেরার পথে ছিল স্বাগতিকেরা। ম্যাচের একদম শেষ দিকে সার্জিও রামোসের দুর্দান্ত এক ট্যাকল তাদের ড্র ছিনিয়ে নেওয়ার পথ আটকে দেয়। অবশ্য যোগ করা সময়ে ভাসকেজের গোলে জয়টা নিশ্চিত হয় রিয়ালের। কিন্তু নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে স্কোরলাইন ২-১ থাকতে পেনাল্টি হজম থেকেও বেঁচেছে জিদানের দল।

বেনজেমা গোল করেছেন, করিয়েছেন।
ছবি : রয়টার্স

এইবারের জাপানি স্ট্রাইকার ইয়োশিনোরি মুতোর হেড রিয়ালের বক্সে রামোসের হাতে (কনুই) লেগেছিল। রেফারি লুইস মুনুয়েরা মনতেরো পেনাল্টি দেননি। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদানের ভাষ্য, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেফারি এ বিষয়ে নিশ্চিত ছিলেন। তাই আমার এ নিয়ে কথা বলার কিছু নেই। সিদ্ধান্ত নিতে রেফারি সেখানে ছিলেন।’

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ডিসেম্বরের শুরুতে বাজে ফর্ম পেছনে ফেলে ঘুরে দাঁড়াচ্ছে জিদানের দল। এ পথে তারা ১১ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ২ গোল। বেনজেমা নিজেও আছেন দুর্দান্ত ফর্মে।

ডিসেম্বরের শুরুতে বাজে ফর্ম পেছনে ফেলে ঘুরে দাঁড়াচ্ছে জিদানের দল।
ছবি : রয়টার্স

এ নিয়ে লা লিগায় ৩০তম ম্যাচে গোল করার পাশাপাশি গোল বানালেন ফরাসি তারকা। তাঁর চেয়ে এ কাজটি বেশি করতে পেরেছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো (৪৪)। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (লিগ ওয়ান বাদে) ফরাসিদের মধ্যে বেনজেমাই এখন সর্বোচ্চ গোলদাতা (১৭৬)। এ পথে তিনি টপকে গেলেন থিয়েরি অঁরিকে (১৭৫)। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল রিয়াল। ১২ ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।