এক দিনেই উইলিয়ানের দাম বাড়ল ১০ মিলিয়ন ইউরো

বার্সায় যাওয়ার দিন গুণছেন উইলিয়ান? ছবি: টুইটার
বার্সায় যাওয়ার দিন গুণছেন উইলিয়ান? ছবি: টুইটার
উইলিয়ানকে কিনতে এর আগে চেলসিকে ৬২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-র প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। এক দিনের ব্যবধানে ব্রাজিলিয়ান তারকার দামের অঙ্কটা বাড়িয়েছে কাতালান ক্লাবটি


উইলিয়ানকে পেতে মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা। স্কাই স্পোর্টস এর আগে জানিয়েছিল, ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে কিনতে চেলসিকে ৬২ মিলিয়ন ইউরো সেধেছিল কাতালান ক্লাবটি। নতুন খবর হলো, ম্যানচেষ্টার ইউনাইটেডকে রুখতে বার্সা একদিনের ব্যবধানে উইলিয়ানের দাম ১০ মিলিয়ন ইউরো বাড়িয়েছে।

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে শেষ ষোলোর দুই লেগে উইলিয়ানের পারফরম্যান্সে মুগ্ধ হন বার্সা কোচ ভালভার্দে। দুই লেগের সেই লড়াইয়ে প্রথম লেগে গোল করেছিলেন উইলিয়ান, দুইবার বারে বল লাগিয়েছেন। ভালভার্দে এরপরই ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে কেনার পরামর্শ দেন বার্সাকে। আক্রমণভাগ আরও শক্তিশালী করতেই মূলত উইলিয়ানের পিছু নিয়েছে বার্সা। এ জন্য শনিবার উইলিয়ানের ট্রান্সফার ফি হিসেবে ৬২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল তাঁরা। কিন্তু এরই মধ্যে দলবদলের বাজারে গুজব ওঠে, উইলিয়ানকে কিনতে চায় ম্যানচেষ্টার ইউনাইটেডও। দলটির কোচ হোসে মরিনহো তো বেশ আগেই থেকেই উইলিয়ানের গুণমুগ্ধ।

এরপরই টনক নড়েছে বার্সার। একদিনের ব্যবধানে তাঁরা উইলিয়ানের দাম বাড়িয়ে ৭২ মিলিয়ন ইউরোয় তুলেছে। এতেই বোঝা যায়, চেলসি তারকাকে দলে ভেড়াতে তাঁরা কতটা মরিয়া। এই লক্ষ্যে তাঁদের সফল হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, উইলিয়ান নিজেই বার্সায় আসতে চান। বাকি রইল চেলসির সম্মতি। এখানেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কারণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে ত্রিশ ছুঁই ছুঁই খেলোয়াড়দের ধরে রাখতে অনীহা দেখাচ্ছে তাঁরা।

গত বছর নেমানজা মাতিচকে ছেড়ে অপেক্ষাকৃত তরুণ বাকায়েকোকে দলে ভিড়িয়েছে চেলসি। এ ছাড়া রাশিয়ার ২২ বছর বয়সী তরুণ আলেক্সান্ডার গোলোভিনকেও কেনার চেষ্টা করছে তাঁরা। আগস্টে ত্রিশে পা রাখতে যাওয়া উইলিয়ানকে তাই নু ক্যাম্পে দেখার সম্ভাবনা রয়েছে।