এক ব্রাজিলিয়ানের লাল কার্ড, তবুও আরেক ব্রাজিলিয়ানে উদ্ধার আর্সেনাল

গোলের পর আর্সেনালের উল্লাসছবি : রয়টার্স

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ০-১ আর্সেনাল (গাব্রিয়েল মাগালহেস)

এমন লাল কার্ড কেউ কখনও দেখেছে কি না, প্রশ্ন উঠতে পারে!

ম্যাচের তখন ৬৯ মিনিট। সাইডলাইনে বল দখলের লড়াইয়ে একবার উলভারহ্যাম্পটনের পর্তুগিজ উইঙ্গার দানিয়েল পদেনসকে ধাক্কা দিলেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি। ততক্ষণে সামনে থাকা আরেক পর্তুগিজ উইঙ্গার চিকিনিওকে বল দিয়ে দিয়েছেন পদেনসে। পাঁচ সেকেন্ড পর চিকিনিওকে ধাওয়া করে বলের দখল নিতে গিয়ে বাজে ভাবে ফাউল করে বসলেন মার্তিনেল্লি।

ব্যস, রেফারি মাইকেল অলিভার আর বেশিক্ষণ অপেক্ষা করলেন না। প্রথমবার ফাউল হওয়া সত্ত্বেও ম্যাচ চলতে দিয়েছেন, দ্বিতীয়বার ফাউলের পর আর 'সহ্য' করলেন না ব্যাপারটা। মার্তিনেল্লিকে টানা দুবার হলুদ কার্ড দেখালেন। বোঝালেন, আগের ফাউলের জন্য একটা কার্ড, পরের জন্য আরেকটা। এ যেন 'একটি কিনলে একটি ফ্রি' অফারের মতো ব্যাপারস্যাপার!

যাই হোক, শেষ ২০ মিনিট আর্সেনালকে একজন কম নিয়ে খেলতে হলেও খুব বেশি বিপদ হয়নি দলটার। এক ব্রাজিলিয়ান গাব্রিয়েল লাল কার্ড দেখলেও, আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েলের গোলে উলভারহ্যাম্পটনের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল।

লাল কার্ড পেয়েছেন, বিশ্বাস হচ্ছে না মার্তিনেল্লির
ছবি : রয়টার্স

ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ফরাসি স্ট্রাইকার আলেকসাঁদ্র লাকাজেতের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি উলভসের পর্তুগিজ গোলকিপার জোসে সা। জটলার মধ্যে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সেন্টারব্যাক গাব্রিয়েল মাগালহেস। ওই এক গোলই যথেষ্ট ছিল আর্সেনালের জয়ের জন্য।

তবে এই ম্যাচে পার পেলেও, আর্সেনালের কোচ মিকেল আরতেতাকে চিন্তায় ফেলবে দলের খেলোয়াড়দের বদমেজাজ। এই নিয়ে সব প্রতিযোগিয়া মিলিয়ে শেষ ৬ ম্যাচে আর্সেনালের চারজন খেলোয়াড় লাল কার্ড দেখলেন। আজ গোল করা গাব্রিয়েল মাগালহেস লাল কার্ড দেখেছিলেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে, এরপর লিভারপুলের সঙ্গে দুই ম্যাচে দুটি লাল কার্ড দেখেন দুই মিডফিল্ডার টমাস পার্টি ও গ্রানিত শাকা। আর আজ দেখলেন গাব্রিয়েল মার্তিনেল্লি। এই ছয় ম্যাচে আর্সেনাল গোল করেছে কয়টি, জানেন?

দুটি!

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এল আর্সেনাল। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯।