এখন কী হবে সুয়ারেজের?

প্রিয় বন্ধুর মতো সুয়ারেজও কী থেকে যাবেনছবি : এএফপি

দুঃস্বপ্নের প্রহর অবশেষে কেটেছে বার্সেলোনার। ক্লাবের সবচেয়ে বড় তারকা শেষমেশ ক্লাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরে কী হবে, কেউ জানে না। তবে এখন অন্তত এক বছর বার্সেলোনার দশ নম্বর জার্সি মেসির গায়েই শোভা পাবে।

মেসির ভাগ্য না হয় নির্ধারিত হয়ে গেল। কিন্তু লুইস সুয়ারেজ? ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় যে তিনিও কাটাচ্ছেন! নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পর শোনা গিয়েছিল, নতুন বার্সায় অভিজ্ঞ এই তারকার জায়গা নেই। ছুটি কাটানো সুয়ারেজকে কোম্যান সরাসরি ফোন করে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমের জন্য তাঁর পরিকল্পনায় সুয়ারেজের স্থান নেই। ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন এই স্ট্রাইকার।

সুয়ারেজকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে এগিয়ে এসেছিল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাস।

জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যোগ দেবেন সুয়ারেজ?
ছবি: টুইটার

কোম্যান যেমন বার্সায় জানিয়ে দিয়েছেন, সুয়ারেজের ভবিষ্যৎ নেই, একই কাজ পিরলো করেছেন অভিজ্ঞ আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের ক্ষেত্রে। আগামী মৌসুমের জন্য হিগুয়েইনকে দরকার নেই, সাফ জানিয়ে দিয়েছেন পিরলো। হিগুয়েইন জুভেন্টাস ছেড়ে চলে গেলে নতুন একজন স্ট্রাইকার লাগবে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। আর সেই নতুন স্ট্রাইকার হতে পারেন সুয়ারেজ।

জুভেন্টাস ও ইতালিভিত্তিক বেশ কিছু সাংবাদিক খবর দিয়েছিল, সুয়ারেজকে জুভেন্টাসে আনার ব্যাপারে আগ্রহী পিরলো। তবে তাঁরা অপেক্ষা করছে কখন বার্সেলোনা সুয়ারেজের সঙ্গে চুক্তি বাতিল করে। কারণ, চুক্তি বাতিল করলে দলবদল ফি বাবদ বার্সেলোনাকে কিছু দেওয়া লাগবে না জুভেন্টাসের, সুয়ারেজকে বিনা মূল্যে নিয়ে আসা যাবে। আর তা করতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদো-লুইস সুয়ারেজ স্বপ্নের জুটি দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।

কিন্তু সমস্যাটা বেঁধেছে এখানেই। চুক্তি থাকা অবস্থায় যেহেতু বার্সেলোনা সুয়ারেজের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে চাইছে, সুয়ারেজও ছেড়ে কথা কইতে চাইছেন না। সোজা জানিয়ে দিয়েছেন, বিদ্যমান চুক্তির বাকি টাকা বার্সার কাছ থেকে আদায় করে তবেই ক্লাব ছাড়বেন। সুয়ারেজের এই প্রস্তাবে বার্সেলোনা রাজি হবে কি না, জানা যায়নি। যে খেলোয়াড়কে দল থেকে বিদায় করে দেওয়ার চিন্তা করছেন কোম্যান, সে খেলোয়াড়কে এত টাকা দিয়ে বিদায় করে দেওয়ার মতো অর্থনৈতিক পরিস্থিতি আছে কি না, সেটাও ভাবার বিষয়। খবর এসেছে, জুভেন্টাসের সঙ্গে বেতনাদি নিয়ে আলোচনা করে ফেলেছেন সুয়ারেজ, এখন বার্সেলোনা তাঁকে ক্ষতিপূরণ দিলেই তুরিনে গিয়ে ফাঁকা পড়ে থাকা নয় নম্বর জার্সিটা গায়ে চড়াবেন এই উরুগুইয়ান তারকা।

বার্সায় সুয়ারেজের মেসির সঙ্গে থেকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ছবি: টুইটার

এর মধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে মেসির ভবিষ্যৎ। বার্সেলোনায় মেসির থেকে যাওয়া, সুয়ারেজের সঙ্গে তাঁর বন্ধুত্ব—সবকিছু মিলিয়ে এখন সুয়ারেজ যে শেষমেশ বার্সায় থেকে যাবেন না, সে সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেওয়া সুয়ারেজ ২৮৩ ম্যাচ খেলে ১৯৮ গোল করেছেন। চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ বার্সার হয়ে ছয় মৌসুমে ১৩টি শিরোপা জিতেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। এই মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেছিলেন তিনি।

কয়েক দিন আগে নিজের ভবিষ্যৎ নিয়ে মানুষের কানাঘুষার বিপক্ষে কথা বলেছিলেন সুয়ারেজ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাই লিখেছিলেন, ‘আমাকে নিয়ে আর আমার পক্ষ নিয়ে মানুষ কথা বলছে। কিন্তু এদের অনেকের সঙ্গে আমার অনেক বছর ধরে কোনো সম্পর্কই নেই।’ উপযাচক হয়ে তাঁকে এমন কথা বলার দরকার নেই বলেই জানিয়ে দিয়েছেন সুয়ারেজ, ‘আমার যখন প্রয়োজন হবে তখন আমি নিজেই কথা বলব।’

প্রিয় বন্ধু যেহেতু থেকেই যাচ্ছেন, সুয়ারেজের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়ার প্রয়োজনীয় সময়টা তো এখনই!