এখনো বিশ্বকাপ না খেলার শঙ্কায় সুয়ারেজ-সানচেজরা

এখনও বিশ্বকাপে যাওয়া নিশ্চিত নয় সুয়ারেজদেরছবি : রয়টার্স

দিনটি বেশ ভালোই কেটেছে আর্জেন্টিনা-ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুই দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে। লওতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের জয়টা অনেক বড়—৪-০ গোলের। প্যারাগুয়ের বিপক্ষে চার গোল করেছেন রাফিনিয়া, আন্তোনি, কুতিনিও আর রদ্রিগো।

দুই দলের বিশ্বকাপে অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, আজকের জয় দুটি সে আনন্দে বাড়তি মাত্রাই যোগ করেছে শুধু। কিন্তু কনমেবল (লাতিন) অঞ্চল থেকে আর কোন দল বিশ্বকাপে অংশ নেবে, তা নিয়ে এখনো রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে থাকা দুই দল প্যারাগুয়ে আর ভেনেজুয়েলা বাদে প্রতিটি দলেরই আছে বিশ্বকাপে খেলার সম্ভাবনা, কারও কম, কারও–বা বেশি।

বলিভিয়ার মাটিতে গিয়ে আজ জিতে এসেছে চিলি
ছবি : রয়টার্স

বাছাইপর্বের পয়েন্ট তালিকার প্রথম দুই স্থানে থাকা ব্রাজিল আর আর্জেন্টিনার পর আছে যথাক্রমে ইকুয়েডর, উরুগুয়ে, পেরু, চিলি, কলম্বিয়া ও বলিভিয়া। এই ছয় দলই মূলত কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে যাওয়ার বাকি দুটি টিকিট পাওয়ার জন্য লড়ছে। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য এই ছয় দলের প্রত্যেকে আর মাত্র দুটি করে ম্যাচ পাবে। সে দুই ম্যাচে যে দুই দল প্রয়োজনীয় পয়েন্ট পাবে, তারাই পাবে বিশ্বকাপে খেলার লাইসেন্স।


আর্জেন্টিনার কাছে হারার কারণে আজ কলম্বিয়ার বিশ্বকাপে খেলার স্বপ্নটা একটু ফিকে হয়ে গেছে। ব্রাজিলের কাছে হারা প্যারাগুয়ে তো আগেই দৌড় থেকে বাদ পড়েছে। দিনের অন্যান্য ম্যাচে চিলি বলিভিয়াকে হারিয়েছে ৩-২ গোলে, উরুগুয়ে ৪-১ গোলে জিতেছে ভেনেজুয়েলার বিপক্ষে, পেরু ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে।


একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে যাওয়ার পথে কনমেবলের দলগুলোর কার কী অবস্থা।

ব্রাজিল ও আর্জেন্টিনা
বিশ্বকাপ আগেই নিশ্চিত করে ফেলেছে কনমেবলের দুই সেরা দল। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, সমান ম্যাচ খেলে ৩৫ ম্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ফলে, বাকি দুই ম্যাচে ৬ পয়েন্টের চিন্তা করার চেয়ে নিজেদের বিকল্প খেলোয়াড়দের শক্তি কতটুকু, সেটি যাচাই করার সুযোগ পাচ্ছে তারা। ব্রাজিল বাছাইপর্বের শেষ দুই ম্যাচ খেলবে চিলি (নিজেদের মাঠে) ও বলিভিয়ার বিপক্ষে (বলিভিয়ার মাঠে)। ওদিকে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচ ভেনেজুয়েলা (নিজেদের মাঠে) আর ইকুয়েডরের সঙ্গে (ইকুয়েডরের মাঠে)


ইকুয়েডর
পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ইকুয়েডর, ২৫ পয়েন্ট নিয়ে। বাকি দুই ম্যাচের প্রথমটা খেলতে প্যারাগুয়ে যাবে দলটি, পরে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচটি নিঃসন্দেহে কঠিন, না বলে দিলেও চলছে


উরুগুয়ে
২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন সুয়ারেজ-কাভানিরা। পরের দুই ম্যাচে প্রতিপক্ষ পেরু (নিজেদের মাঠে) ও চিলি (চিলির মাঠে)। পেরু আবার ১ পয়েন্ট কম নিয়ে উরুগুয়ের কাঁধেই নিশ্বাস ফেলছে। আবার পেরুর চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে ৬ নম্বরে আছে চিলি। ফলে, উরুগুয়ের সঙ্গে এই দুই দলের ম্যাচের ওপর নির্ভর করবে অনেক কিছু। দুই ম্যাচ পর এখনকার মতো চতুর্থ স্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপে চলে যাবেন সুয়ারেজরা

পেরু
পঞ্চম স্থানে আছে পেরু, যাদের পয়েন্ট ২১। শেষ দুই ম্যাচে পরের মাঠে উরুগুয়ে আর নিজেদের মাঠে প্যারাগুয়ে যাদের প্রতিপক্ষ। দুই জয় পেয়ে পয়েন্ট হয়ে যাবে ২৭, যা নিশ্চিতভাবেই বিশ্বকাপের টিকিট ধরিয়ে দেবে পেরুর হাতে


চিলি
গত ১০ বছরে দুবার কোপা আমেরিকা জেতা দল চিলি শঙ্কায় আছে বিশ্বকাপে না খেলতে পারার। ১৬ ম্যাচে মাত্র ১৯ পয়েন্ট সানচেজ-ভিদালদের দলের। শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই চিলির। সে পথটা বেশ ভালো রকম কঠিনই মনে হবে সানচেজদের, প্রতিপক্ষ যে ব্রাজিল (ব্রাজিলের মাঠে) আর উরুগুয়ে (নিজেদের মাঠে)! ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত হলেও উরুগুয়ে তো এখনো চিলির মতো অনিশ্চিত পথের যাত্রী!


কলম্বিয়া
কলম্বিয়ার অবস্থা চিলির চেয়েও খারাপ। সপ্তম স্থানে থাকা দলটার পয়েন্ট মাত্র ১৭। তবে হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজদের জন্য আশার কথা, পরের দুই ম্যাচে বলিভিয়া আর ভেনেজুয়েলার মতো অপেক্ষাকৃত কম শক্তির দলকেই তাঁরা পাচ্ছেন প্রতিপক্ষ হিসেবে। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেলে সর্বোচ্চ চতুর্থ স্থানে উঠে আসতে পারবে দলটা, যা তাদের বিশ্বকাপে যাওয়ার জন্য যথেষ্ট হবে

বলিভিয়া
কাগজে-কলমে এখনো আছে বলিভিয়ার বিশ্বকাপ-স্বপ্ন। ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা দলটা শেষ দুই ম্যাচে পাচ্ছে কলম্বিয়া আর ব্রাজিলের মতো প্রতিপক্ষকে। এই দুই ম্যাচে কোনোভাবে অন্তত ৬ পয়েন্ট জোগাড় করতে পারলে আর গোল–ব্যবধানে পেরুকে পেছনে ফেলতে পারলেই হবে, বিশ্বকাপে চলে যাবে বলিভিয়া


প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা
পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা এই দুই দলের বিশ্বকাপ খেলার সুযোগ নেই আর। তবে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যথেষ্ট সুযোগ আছে দল দুটির সামনে। পরের দুই রাউন্ডে হতে যাওয়া প্যারাগুয়ে-ইকুয়েডর, ভেনেজুয়েলা-কলম্বিয়া ও পেরু-প্যারাগুয়ে ম্যাচ তিনটি পয়েন্ট টেবিল ওলট-পালট করে দেওয়ার ক্ষমতা রাখে এখনো