‘এত বড় হার’ ভাবেননি জেমি

কিরগিজস্তানের বিপক্ষে হারটা একটু বড়ই হয়ে গেলছবি: বাফুফে

মানের বিচারে অনেক এগিয়ে কিরগিজস্তান। ৮৭ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচের ফল যে ‘হার’ হবে—এটা নিয়ে দ্বিমত ছিল না খুব বেশি। কিন্তু বাংলাদেশ দলের কোচ জেমি ডে মানতে পারছেন না হারের ব্যবধান। কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে হারে কোচ অবাকই হয়েছেন। কেবল কোচই নন, ফুটবলপ্রেমীদেরও এমন হার মেনে নিতে কষ্টই হচ্ছে।

কিরগিজদের বিপক্ষে এটাই সবচেয়ে বড় হার বাংলাদেশের। এর আগে দুইবার কিরগিজদের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমবার দিল্লিতে নেহরু কাপে, ২০০৭ সালে, দ্বিতীয়বার ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে, ঢাকায়। কিন্তু কাল বিশকেকে দল যে দাঁড়াতেই পারবে না, এটা ভাবেননি জেমি, ‘আমরা আশাহত আমি মনে করিনি খেলাটি ৪-১ এর ব্যবধানে শেষ হবে। আমরা গত ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে যেভাবে খেলেছিলাম তার থেকে ভালো একটা সূচনা হয়েছিল। ’

জেমি ডে’র মতে, কিরগিজস্তানের বিপক্ষে শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু...
ছবি: বাফুফে

কাল বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা ফুটে উঠেছে পরিষ্কারভাবে। তপু বর্মণ, রিয়াদুল হাসানদের ছায়া দিতে পারছেন না মিডফিল্ডার জামাল ভূঁইয়া। প্রথম তিনটি গোলেই ফুটে উঠেছে ম্যান-মার্কিং দুর্বলতা। যে পরিকল্পনা নিয়ে মাঠে নামছে দল, মাঠে তার বাস্তবায়ন শূন্য । জেমি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল আমাদের অর্ধে তাদের খেলাটা নষ্ট করা এবং তারা যেন ফাঁকা জায়গা তৈরি না করতে পারে, এটি। এই বিষয়টি সেট পিস থেকে প্রথম গোল খাওয়ার আগ পর্যন্ত আমরা ভালোই করেছিলাম। কিরগিজস্তানের প্রথম গোলের সঙ্গে সঙ্গে ম্যাচের পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এটা বেশ হতাশাজনক।’

৪৮ ঘণ্টার ব্যবধানে শক্তিশালী দুটি দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। কিরগিজস্তান মাঠে নেমেছিল প্রথম ম্যাচের পর ৬ দিন বিশ্রাম নিয়ে। এই নিয়ে ক্ষোভ আছে জেমির, ‘আমি মনে করি না মাত্র দুই দিনের ব্যবধানে ৮০-৯০ ধাপ ওপরে থাকা দলগুলোর বিপক্ষে খেলা সম্ভব। আশাও করা উচিত নয় দুই দিনই খেলোয়াড়েরা তাদের সর্বোচ্চটা দিতে পারবে। আগে থেকেই জানতাম দুটি দল অনেক শক্তিশালী। আমাদের খেলোয়াড়েরা ডিফেন্ডিং ভালো করেছে। এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে যাচ্ছি।’

৩ জাতি টুর্নামেন্ট শেষ। আগামীকাল কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।